সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফেসবুক প্রোটেক্ট এখনো অন করেননি? যখন তখন লক হ’তে পা’রে Account!

ফেসবুক থেকে ব্যক্তিগত তথ্য ফাঁস হচ্ছে। ছড়াচ্ছে নানা ধরনের ভুয়ো খবর। এমনই একাধিক অভিযোগে জর্জরিত হয়েছিল মার্ক জুকারবার্গের সংস্থা। সেই কারণেই অ্যাকাউন্টের সুরক্ষা বাড়াতে গত বছর গোড়ার দিকে ফেসবুক প্রোটেক্ট অপশনটি যোগ করে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট।

সাংবাদিক, সরকারি আধিকারিক-সহ যে ইউজারদের প্রোফাইলের দিকে হ্যাকারদের বেশি নজর রাখে, তাঁদের অ্যাকাউন্টে নিরাপদ করতেই এই অপশন আনা হয়েছিল।

এখন ফেসবুকের নিউজফিড খুলে নিশ্চয়ই চোখে পড়ে নতুন একটি নির্দেশিকা। যেখানে ফেসবুক প্রোটেক্ট অপশনটি অ্যাকটিভেট করার কথা বলা হয়।

আরো পড়ুন: একটুতেই রে’গে যাচ্ছেন? কিছুতেই নিজেকে নি’য়’ন্ত্র’ণ করতে পারছেন না? রইলো টি’প’স

অনেক ইউজারই বিষয়টি এড়িয়ে ‘ক্রশ’ অপশনে ক্লিক করে তা বন্ধ করে দেন। কিন্তু এবার রীতিমতো সকলকে সতর্ক করে দিল ফেসবুক।

জানিয়ে দেওয়া হল, ফেসবুক প্রোটেক্ট অ্যাকটিভেট না করলে আর হয়তো নিজের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না আপনি। এমনকী ব্লকও করে দেওয়া হবে আপনার প্রোফাইল।