সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অপশক্তি অপপ্রচার চা’লা’চ্ছে, অনুব্রতর অ’সু’স্থ’তা নিয়ে মন খা’রা’প সুজাতা মন্ডলের

গরু পাচার কাণ্ডের তদন্তের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল অনুব্রত মণ্ডলকে কিন্তু অনুব্রত মণ্ডল জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে উপস্থিত থাকতে পারলেন না কারণ রাস্তাতেই তিনি অসুস্থ হয়ে পড়লেন যার কারণে তাঁকে ভর্তি করতে হলো এসএসকেএম হাসপাতালে।

খবর সূত্রে জানা গেছে গতকাল রাতেই অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছিল, শ্বাস নিতে কষ্ট হয়েছিল এবং বুকে ধড়ফড় করছিল যদিও এই গোটা ঘটনাটাকে একদমই নাটক বলে কটাক্ষ করেছে বিরোধী দল।

এইবার অনুব্রত মণ্ডলের পাশে থেকে অনুব্রত মণ্ডলের হয়ে কথা বললেন তৃণমূল নেতা সুজাতা মন্ডল। তিনি বলেন,” অনুব্রত মণ্ডল একজন বয়োঃ জ্যেষ্ঠ নেতা অত্যন্ত লড়াকু প্রকৃতির। উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই কামনাই করি।

আরো পড়ুন: রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার প’রি’ষ’দ থেকে সাসপেন্ড ক’রা হ’লো রাশিয়াকে

অনেক অকথ্য কথা তার বিরুদ্ধে বলে অপপ্রচার করা হচ্ছে। উনি সত্যিই অসুস্থ কিন্তু ওনার অসুস্থটাকে নিয়ে বিরোধী পক্ষ খিল্লি করছে এতে বোঝা যাচ্ছে কতটা সংকীর্ণ মানসিকতা তাদের”। বর্তমানে উপনির্বাচনের জন্যই আসানসোলে রয়েছেন তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল।

যদিও অনুব্রত মণ্ডলের এই অসুস্থতার গল্পটিকে বিরোধীরা খিল্লি করে বলছে যে, সত্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। যদিও এরকম কটাক্ষের পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল।

তিনি জানান,” অনুব্রত মণ্ডল সত্যিই অসুস্থ, যারা নাটক করেন তাদের সব সময় সবকিছু নাটক বলেই মনে হয়। কে কার নামে কি ভাবলো তাতে কিছু এসে যায় না, শুধুমাত্র অনুব্রত মণ্ডল এখন সুস্থ হয়ে যাক এটাই কাম্য।”

এসএসকেএম সূত্রে খবর পাওয়া গেছে যে অনুব্রত মণ্ডল বৃহস্পতিবার এক বাটি ভাত, তরকারি, রুটি ডাল এবং এক পিস মাছ খেয়েছেন।

তার খাবারের নুনের পরিমাণ অত্যন্ত কম দেওয়া হয়েছে, তার অন্য শারীরিক সমস্যার থেকে না হলেও শ্বাসকষ্টজনিত রোগে এখনও রয়েছে। অন্যদিকে অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে একটি টুইট করেন তথাগত রায়।