সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রতিটি ঘরেই এই জিনিসটির দরকার, এই ব্যবসা ক’রে ইনকাম করুন মো’টা টা’কা!

বর্তমান সময়ে দাঁড়িয়ে, আমাদের অজান্তেই এমন অনেক ব্যবসা রয়েছে, যাকিনা অল্প টাকাতে শুরু করা সম্ভব। এই সমস্ত ব্যবসা কে সাহায্য করার জন্য সরকার ইতিমধ্যেই নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছে বাজারে। সরকারও চাইছে যাতে এই ধরনের ব্যবসা জোরকদমে চালানো সম্ভব হয়। কম খরচায় অধিক সুবিধাজনক এই ব্যবসা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। তবে যে কোন ব্যবসা শুরু করার আগেই আমাদের এটা মাথায় রাখা উচিত, সেই ব্যবসার চাহিদা রয়েছে কিনা? গ্রাম হোক কিংবা শহর সবক্ষেত্রেই চাহিদা ব্যবসার একটি মূল অঙ্গ। তবে আজ যে ব্যবসা নিয়ে আমরা কথা বলব, তার চাহিদা দূর-দূরান্তে গ্রাম থেকে শহরে সর্বত্র।

আসলে এখানে কথা বলা হচ্ছে এলইডি বাল্বের, কারণ বর্তমানে এলইডি বাল্ব এর চাহিদা সর্বত্র। কাউকে কোনোভাবেই নতুন করে বোঝানোর দরকার হয়না এলইডি বাল্ব আসলে কি। এই এলইডি বাল্ব যেমন দীর্ঘজীবী ঠিক তেমনই সাশ্রয় যোগ্য। এইবার ব্যবহার করলে বিদ্যুতের খরচ খুবই কম আসে, যার কারণে সাধারণমানুষ-এর দিকেই ঝুঁকছে বর্তমানে। একটি এলইডি বাল্ব এর আয়ু প্রায় ৫০ হাজার ঘন্টার বেশী। সেখানেই একটি সিএফ এল বাল্বের আয়ু ৮ হাজার ঘন্টার মতো।

The Best LED Light Bulb | Reviews by Wirecutter

আসলে এই এলইডি ও সিএফএল বাল্ব এ কোন পারদ থাকে না। কিন্তু নিকেল ও সীসার পরিমাণ থাকে খুবই অল্প। যার কারণে কম খরচে সহজলভ্য এই ব্যবসা শুরু করা যায়। সরকারের এম এস এম ই মন্ত্রকের অধীনে থাকা প্রতিষ্ঠান এলইডি বাল্ব তৈরি করার প্রশিক্ষণ দিয়ে থাকে। এখানেই শেষ নয় এর সাথে, সব জায়গাতেই স্বরোজগার কর্মসূচির আওতায়, এই এলইডি বাল্ব তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে এলইডি বাল্ব তৈরি করি সংস্থাগুলো এই প্রশিক্ষণ দিয়ে থাকে। তাই ইচ্ছুকরা সরাসরি তাদের সাথে যোগাযোগ করুন।