সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স’ঙ্ক’ট’জ’ন’ক অবস্থায় সু’র সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, চিকিৎসকদের ক’ড়া ন’জ’রে গায়িকা

গতকাল হঠাৎ করে শোনা যায় বর্ষিয়ান লেজেন্ড গায়িকা লতা মঙ্গেশকর করোনা পজিটিভ হয়ে ভর্তি হন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতলে। 92 বছরের এই লেজেন্ড গায়িকার হঠাৎ অসুস্থতা নিয়ে অনেকেই উদ্বেগের মধ্যে পড়ে যায়। গায়িকা যাতে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে সেই প্রহর গুনছে তার অনুরাগীরা। ঠিক এর মধ্যেই গায়িকার অসুস্থতা সম্পর্কে আরো স্পষ্ট হয় ডাক্তারেরা। তারা জানায় তিনি আক্রান্ত হয়েছেন নিউমোনিয়ায়, সম্প্রতি এই কথা একটি জাতীয় সংবাদ মাধ্যমের তরফ থেকে জানা গেছে।

প্রথম ভর্তি করেই তাকে ভেন্টিলেশনে রাখা হয় বলে জানা যায়।স্বাভাবিকভাবেই তার বয়সের কথা মাথায় রেখে যাতে কোনো রকমের ত্রুটি না হয় চিকিৎসায়,সেই কারণেই সর্বক্ষণ পর্যবেক্ষণের অধীনে তিনি। তার অসুস্থতা নিয়ে গায়িকার পরিবারের সাথেও কথা বলেছেন সাংবাদিকরা। সেখান থেকে জানা গেছে মৃদু করোনার উপসর্গ পাওয়ার সাথে সাথেই তাকে ভর্তি করা হয় হাসপাতালে।

হাসপাতালে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, চিকিৎসকেরা ইতিমধ্যেই তার নিউমোনিয়ার খবর প্রকাশ্যে এনেছে। তবে ভালো দিক হচ্ছে, গায়িকা চিকিৎসায় সাড়া দিচ্ছে। ইতিমধ্যেই ককটেল থেরাপি নিয়ে চিন্তাভাবনা করছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই গায়িকার দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বর্ষিয়ান গায়িকা লতামঙ্গেসকারের অসুস্থতা নিয়ে সত্যিই সারাদেশ উদ্বিগ্নের মধ্যে,তিনি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরে আসে সেই কামনাই করছি সকলে।