সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগে কী’র্ত’ন দ’লে ত’ব’লা বাজাতেন, সা’রা দেশের গ’র্ব দুর্গাপুরের মিকা সিং

মিকা সিং কে চেনেন না এমন কোনো মানুষ হয়তো এই বলিউড ইন্ডাস্ট্রিতে নেই। তবে আমরা অনেকেই জানি না তিনি আসলে পশ্চিমবঙ্গে দুর্গাপুরের বাসিন্দা। জানলে হয়তো অবাক হয়ে যাবেন দুর্গাপুর থেকে এই বঙ্গসন্তান সোজা বলিউডে গিয়ে আধিপত্য বিস্তার করেছে শুধুমাত্র নিজের প্রতিভাতে। তবে দুর্গাপুর থেকে মুম্বাই যাওয়ার সফর খুব একটা সহজ ছিল না তার কাছে। মিকা সিং এর আসল নাম অমৃক সিং। জন্ম পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। কাজের সূত্রে বাবা বিহারে চলে যান, সেই থেকে সপরিবারে সকলে বিহারে বসবাস শুরু করেন। ৬ সন্তানকে প্রতিপালন করার জন্য যথেষ্ট সামর্থ ছিলনা মীকার বাবার। ছয় ভাইয়ের মধ্যে মিকা সর্বকনিষ্ঠ ছিলেন।

ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি খুব একটা আগ্রহ ছিল না তার, বরং গানের প্রতি বিশেষ আগ্রহ ছিল মিকার। পঞ্চম শ্রেণি থেকে পড়াশোনার পাঠ চুকিয়ে দিয়ে গানের প্রতি সম্পূর্ণভাবে মনোনিবেশ শুরু করেন তিনি। শাস্ত্রীয় সংগীতে বিশেষ প্রশিক্ষণ ছিল তার বাবার। প্রতিদিন ভোর বেলা শাস্ত্রীয় সংগীতের চর্চা করতেন তিনি। এই ভাবে শুরু হয়েছিল তার শিক্ষা জগতের যাত্রা। ছোটবেলা থেকেই খুব ভালো তবলা বাজাতে পারতেন তিনি। কীর্তন দলের গান গেয়ে প্রতিদিন ১০০ টাকা পারিশ্রমিক মিকা এবং তার ভাইরা। মিকার দাদা মেহেন্দি একটি ব্যান্ড খুলেছিলেন, যেখানে মিকা গিটার বাজাতেন। ব্যান্ডে কাজ করার আগে পর্যন্ত গানের প্রতি সেইভাবে মনোনিবেশ করেননি মিকা।

গানের প্রতি ভাইয়ের আগ্রহ দেখে তার দাদা নামজাদা সঙ্গীত পরিচালকের সঙ্গে আলাপ করিয়ে দেন ভাই কে। দাদার অনুরোধে বলিউডের বহু পরিচালক তাকে কাজের সুযোগ দিয়েছিলেন বটে কিন্তু, প্রথম প্রথম তার গান পরিচালকদের পছন্দ হচ্ছিল না। তাই নতুন করে আরেকবার সংগ্রাম শুরু হয়ে যায় তার। দাদার ব্যান্ডে কাজ করার পাশাপাশি নিজের একটি ব্র্যান্ড খুলে বসেন মিকা সিং। সেখানে নিজের লেখা গান নিজেই গাইতেন তিনি। এইভাবে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করেন তিনি।

১৯৯৮ সালে তার গাওয়া ‘সাওয়ান ম্যা লাগ গ্যায়ি আগ’ গানটি প্রথমবার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নেয়। এরপর ২০০১ সালে ‘গাব্রু’ গানের মাধ্যমেও তিনি শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। ম্যানেজারের পরামর্শ মেনে অমৃক সিং নাম বদলে তিনি হয়ে ওঠেন মিকা সিং। দুটি গান পরপর হিট হয়ে যাওয়ায় বলিউডে দ্বিতীয়বার সুযোগ পেয়ে যান তিনি। এরপর তাকে আর ঘুরে তাকাতে হয়নি। একের পর এক দুর্দান্ত গান গেয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বলিউডের পাশাপাশি তিনি বলিউডে বেশ কয়েকটি গান গেয়েছিলেন।

সংগীতজগতের সুপারস্টার হওয়ার পাশাপাশি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। নিজের জন্মদিনের অনুষ্ঠানে রাখি কে প্রকাশ্যে চুমু খাওয়াতে বিতর্কে ছড়িয়ে পড়েছিল। পরবর্তী সময়ে এক দর্শককে মঞ্চে ডেকে নিয়ে এসে থাপ্পর মারার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যদিও তিনি দাবি করেছিলেন, ওই ব্যক্তি তার পাশে থাকা এক মহিলাকে উত্তক্ত করেছিলেন।

এখানেই শেষ নয় ২০১৬ সালে মেকার বিরুদ্ধে এক ফ্যাশন ডিজাইনার শ্লীলতাহানীর অভিযোগ তুলেছিলেন যার ফলে গ্রেফতার করতে হয় মিকা সিং কে। আবার ২০১৯ সালে পুলওয়ামা কান্ডের ঠিক পরে যখন পুরো ভারতবর্ষ পাকিস্তানের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে, ঠিক তখনই পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বাড়িতে গান গেয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি।