সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বালি দিয়েই ২১.১৬ মিটার উঁ’চু অট্টালিকা বানালেন নেদারল্যান্ডসের শি’ল্পী, হ’ত’বা’ক নে’ট’বি’শ্ব

সারা বিশ্বজুড়ে আট থেকে আশি প্রায় সকলেই সমুদ্র সৈকতের বালির উপর রোদ পোহাতে কিংবা সময় কাটাতে পছন্দ করেন। অনেকে তো আবার সমুদ্রসৈকতে বালি দিয়ে ঘর বাড়িও বানান। এবার সমুদ্রপাড়ে বালি দিয়ে বিভিন্ন ধরনের চিত্রকর্ম বা শিল্প স্থাপত্য নির্মাণ করেন বালুশিল্পীরা। ভারতবর্ষেও রয়েছেন তেমনই একজন শিল্পী। নাম তার সুদর্শন পট্টনায়েক। তার খ্যাতি বিশ্বজোড়া। তবে এবার সুদুর নেদারল্যান্ডস থেকে এমন এক বালু শিল্পীর খোঁজ মিললো যিনি বালি দিয়ে বিশ্বের সবথেকে উঁচু প্রাসাদ বানিয়েছেন।

৫০০০ হাজার টন বালি দিয়ে তিনি তৈরি করেছেন একটি বালির প্রাসাদ। ২০১৯ সালে জার্মানিতে এরকম একটি বালির প্রাসাদ বানানো হয়েছিল। যে প্রাসাদের উচ্চতা এতদিন সর্বোচ্চ হিসেবে গণ্য করা হতো। তবে ডেনমার্কের ব্লোখুস শহরের এই বালির প্রাসাদটি সেই রেকর্ড ভেঙে দিয়েছে। নেদারল্যান্ডসের বাসিন্দা উইলফ্রেড স্টিগার বানিয়েছেন এই প্রাসাদ। অবশ্য তাকে এই কাজে সাহায্য করেছেন আরো ৩০ জন বালু শিল্পী।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ২১.১৬ মিটার উঁচু বালির প্রাসাদটি ২০১৯ সালে নির্মিত জার্মানির বালির প্রাসাদটি থেকেও অন্ততপক্ষে তিনগুণ উঁচু। এই প্রাসাদটি দেখতে অনেকটাই পিরামিডের মতো। স্থানীয় বাসিন্দারা এই প্রাসাদটি দেখে ভীষণ খুশি হয়েছেন। করোনাকালে নির্মিত এই বালি প্রাসাদের একটি বিশেষত্ব হলো বালির প্রাসাদটির মাথায় রয়েছে করোনা ভাইরাসের আদলে একটি প্রতিকৃতি।

এ সম্পর্কে উইলফ্রেড জানালেন, করোনাভাইরাস বিগত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। আমাদেরকে আমাদের পরিবারের থেকে দূরে রাখছে। কোথাও বেরোতে দিচ্ছে না। সবসময় ঘরবন্দি করে রাখছে। সেরকমই একটি ধারণা থেকে তিনি এই বালির প্রাসাদ বানিয়েছেন। ১০ শতাংশ ক্লে এবং আঠার সঙ্গে বালি মিশ্রিত করে বানানো হয়েছে এই প্রাসাদ। এই প্রাসাদটি আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ মাস পর্যন্ত অটুট থাকবে বলে দাবি করেছেন তিনি।