সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দু’র্ঘ’ট’না’র কবলে ট্রেন, চলতে চলতে খু’লে গে’ল বগি

শীতকালে বেশিরভাগ রেল দুর্ঘটনার ঘটনা ঘটে থাকে। বিশেষ করে দ্রুতগামী দুরন্ত কিংবা এক্সপ্রেস ট্রেন গুলিকে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় বারবার। এবার বড়সড় দুর্ঘটনা ঘটে গেল সপ্তাহের প্রথম দিনেই। রবিবার সকাল ৮:৩৫ মিনিটে ওড়িশাগামী ইস্পাত এক্সপ্রেসের কাপলিং খুলে আলাদা হয়ে যায়।

যদিও মানুষের প্রাণহানি এবং বিপুল ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছে এই ট্রেন। তবে রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। কিন্তু কেন ঘটল এই দুর্ঘটনা! জানা গিয়েছে রবিবার সকালে হাওড়া থেকে সাঁতরাগাছি স্টেশনে ঢোকার সময় আচমকা এই দুর্ঘটনা ঘটে।

ট্রেনটি হাওড়া থেকে উড়িষ্যার উদ্দেশ্যে যাচ্ছিল। সাঁতরাগাছি স্টেশনের কাছে তিন এবং চার নম্বর বগির কাপলিং খুলে আলাদা হয়ে যায়। যদিও সেই সময় ট্রেনের গতি অনেকটাই কম ছিল তাই দুর্ঘটনা ঘটেনি বললেই চলে। সাঁতরাগাছি স্টেশনে ঢোকার মুখে ট্রেন থামিয়ে দেন ট্রেনের চালক।

আরো খবর: ২১০০ টা’কা থেকে এখন ২২০ কোটি সম্পত্তি, কপিল দেবের জীবন কা’হি’নী আপনাকে প্রের’ণা জো’গা’বে

যদিও এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী যাত্রীরা সকলেই নিরাপদ রয়েছেন। রেল দপ্তর থেকে নতুন কোচ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়।

কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে কিভাবে এই ট্রেনে এমন ঘটনা ঘটলো! কারশেড থেকে কবে বার করা হয় এই ট্রেন! এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে বলে জানিয়েছে রেল দপ্তর।