সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এদিন ভু’ল করেও তুলসী গাছ লাগাবেন না অথবা গা’ছে জল দে’বে’ না! কিন্তু কেন?

প্রতিটা হিন্দু ধর্মের মানুষের বাড়িতেই তুলসী গাছ দেখতে পাওয়া যায়। তারা এটাকে ভগবান জ্ঞান করে পূজা করেন। তুলসী দেবীকে মা লক্ষ্মীর এক রূপ ভেবে পূজা করা হয় থেকে আর এই তুলসীর শালিগ্রমের সাথে বিয়ে হয় আর এই শালিগ্রাম বিষ্ণুর একটি রূপ বলে মনে করা হয়। তাই প্রতিটা বাঙালি বাড়িতেই তুলসীকে পূজা করা হয়।

কিন্তু অনেকেই জানেন না সব দিন তুলসী পাতা তুলতে নেই বা এমন কিছু কিছু দিন আছে যখন তুলসী গেছে জল দিতেও নেই। আসুন সেই দিন গুলো জেনে নেওয়া যাক। বলা হয়ে থাকে যে, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে দেবউঠনি একাদশী পালিত হয়। আর এই ৪ ঠা নভেম্বর এই দিনে ভগবান বিষ্ণু ৪ মাসের যোগ নিদ্রা থেকে জেগে ওঠেন।

দেবউঠনি একাদশীর দিন বিষ্ণুর তাই বিশেষ পূজা করা হয় শঙ্খ ও ঘণ্টা বাজিয়ে তাঁকে জাগানো হয়। আর এর পরেরদিন তুলসীর বিবাহ করা হয়। এছাড়াও বাস্তুশাস্ত্র অনুযায়ী, রবিবার ও একাদশীর দিন তুলসী গাছে জল দিতে নেই বা পাতা ছিঁড়তে নেই। কারণ তুলসী দেবী রবিবার দিন ভগবান বিষ্ণুর জন্য উপবাস করেন।

আরো পড়ুন: ঘুমানোর সময় কি হঠাৎ করেই পেশিতে টা’ন ধ’রে? আজই স’ত’র্ক হন

আর তাকে ওই দিন জল অর্পণ করলে তার উপবাস ভেঙে যায় আর তাতে তুলসী দেবী খুবই ক্রুদ্ধ হন। কিছুদিন পর তুলসী গাছ শুকোতেও শুরু করে। এছাড়াও তুলসী গাছের পাতা নখ দিয়ে না ছিঁড়ে বুড়ো আংগুল বা তর্জনী দিয়ে ছেঁড়া উচিত। কারণ তুলসী দেবীর অসন্মান হলে ভগবান বিষ্ণুও রেগে যান। তাই এই নিয়ম গুলো মানা ভালো।

এছাড়াও একাদশীর দিন তুলসী গাছে জল দিয়ে নেই। কারণ ওই দিন ভগবান বিষ্ণুর সাথে তুলসী দেবীর বিয়ে হয়। আর এইদিন জল দিলে তার উপবাস ভেঙে যায় তাই এই দিন জল দেওয়া উচিত নয়। তুলসী গাছ সব সময় উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিকে তুলসী গাছ জন্মানো শুভ। তুলসী গাছ পর্যাপ্ত সূর্যালোক এবং বাতাস পাচ্ছে এমন জায়গায় সব সময় বসাতে হয়।

কখনোই নোংরা ডাস্টবিনের কাছে এই গাছ বসবেন না। এতে অমঙ্গল হয়। যেখানেই বসানো হোক না কেনো যেনো সেই জায়গা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এতে সংসারে মঙ্গল হয়। বলা হয়ে থাকে যে বাড়িতে তুলসী থাকে সেই বাড়িতে ভগবান বিষ্ণুর আশীর্বাদও সব সময় থাকে।