সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাতের তালু চুলকালে কি সত্যিই টা’কা আসে? কেন এমন ধা’র’ণা করা হয়?

লৌকিক মতবাদ অনুসারে মনে করা হয় হাতের পাতা চুলকোলে নাকি অর্থ প্রাপ্তি হয়। ডান হাত এবং বাঁ হাতের তালু চুলকানোর সঙ্গে দুটি হাতের পাতাই যুক্ত। ছেলেদের ক্ষেত্রে মনে করা হয় বাঁ হাতের তালু চুলকালে খরচ বাড়ে আবার ডান হাতের তালু চুলকালে অর্থ প্রাপ্তি হয়।

কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই নিয়মের উল্টোটা বলে ধরা হয়। অর্থাৎ মেয়েদের বাঁ হাতের তালু চুলকালে অর্থের আগমন ঘটে বলে মনে করা হয়। ছেলেদের ডান হাতের তালু চুলকালে অর্থ আসে। এই অর্থের আগমন হঠাৎ কোনো অলৌকিক কারণে হবে না আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা সফলের মাধ্যমে সেই অর্থ প্রাপ্তি ঘটবে বলে মনে করা হয়।

আবার বাঁ হাতের তালু চুলকালে অর্থ খরচ হবে এই অর্থ খরচ কিন্তু হঠাৎ করে হবে না‌ কোনো কিছু পাওয়ার জন্য আপনি সেই অর্থ খরচ করবেন। আবার এর উল্টো নিয়ম রয়েছে মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ডান হাতের তালু চুলকালে অর্থ ব্যয় হয়। আবার বাম হাতের তালু চুলকালে অর্থ প্রাপ্তি হয়।

আরো পড়ুন: স্মার্টওয়াচের বি’রা’ট কেরামতি, হৃদযন্ত্রের টিউমার ধ’রি’য়ে দেওয়ায় প্রাণর’ক্ষা মহিলার

এমন ধারণার কারণ কী? এমন ধারণার পিছনে আছে বাস্তুশাস্ত্রের মতবাদ। বাস্তুশাস্ত্র মতে ছেলেদের ডান হাতের তালু চুলকালে দেশের শক্তির আগমন ঘটে। এর ফলে ওই ব্যক্তি হঠাৎ করে লটারিতে টাকা জিততে পারে।

বা পুরনো কোনো সম্পত্তির আদায় হবে। বাঁ হাতের তালু চুলকালে অর্থের ঘাটতি হবে। তবে একটা কথা মাথায় রাখবেন যখন হাত চুলকাবে তখন আপনি নিজেই অন্য হাত দিয়ে চুলকাবেন না। আপনার যদি বাঁ হাত চুলকায় তবে অন্য ব্যক্তি কে বলবেন তার ডান হাত দিয়ে আপনার বাঁ হাত চুলকে দিতে।