সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ছবিতে এই মহিলাকে কি চেনেন? ইনি বাংলা সিরিয়ালের মধ্যমণি

বর্তমানে বাংলা টেলিভিশন জগতের অত্যন্ত খ্যাতনামা এক ব্যক্তিত্ব হলেন লীনা গঙ্গোপাধ্যায়, যার কলমের ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠে স্টার জলসার একেকটি সিরিয়াল। তাঁর কলমের হাত ধরেই উঠে আসে বিভিন্ন ধরণের মনোরঞ্জনকারী গল্প। আর সেই কারণেই আজকের ধারাবাহিক মহলে লীনা গঙ্গোপাধ্যায়ের চাহিদা অন্য সবার থেকে অনেক বেশি। তাঁর লেখার যাদুতেই বর্তমানে বাঙালি আরও বেশি করে ধারাবাহিক মুখী হয়ে উঠেছে।

তবে তাঁর কেরিয়ার জীবনের শুরু থেকেই তাঁর এত জনপ্রিয়তা ছিল না। একটা সময় রেডিওতে সম্প্রচার হত দাদুর আসর, সেখানকার গল্প গুলি লিখতেন লীনা গাঙ্গুলী। পড়াশোনা করেছেন কমলা গার্লস স্কুল এবং সিস্টার নিবেদিতা নামক দুই স্কুলে। পরে স্নাতকোত্তর পাশ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।

এরপর হঠাৎই একসময় তাঁর কাছে আসে “সোনার হরিণ” ধারাবাহিকের স্ক্রিপ্ট লেখার প্রস্তাব। এইভাবেই তাঁর পথ চলা শুরু। আশ্চর্যজনকভাবে প্রথম এক মাসেই তাঁর লেখা স্ক্রিপ্ট দারুণ হিট হয়ে যায়। পরবর্তীতে ওই প্রযোজনা সংস্থার থেকে গোটা ধারাবাহিকের স্ক্রিপ্ট লেখার প্রস্তাব পান তিনি।

আরো পড়ুন: শ্বশুর কোটিপতি, স্ত্রী অ’স’ম্ভ’ব সুন্দরী! বি’য়ে করেই রাজত্ব নিজের হাতের মু’ঠো’য় পেয়েছেন ববি দেওল

“সোনার হরিণ” ধারাবাহিকে জনপ্রিয়তা পাওয়ার পর থেকে তাঁকে আর কখনও পিছন ফিরে তাকাতে হয়নি। নিজের হাতের কলমের জাদুতেই তিনি আজ এক প্রযোজনা সংস্থার মালিক। তারপর থেকে একের পর এক দারুণ সব ধারাবাহিকের জন্ম দিয়েছেন। বর্তমানে তাঁর লেখা স্টার জলসার ধারাবাহিক “ধুলোকণা”র জনপ্রিয়তা চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো।


গতবছর লীনা গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বিয়ের সাজে নিজের একটি পুরোনো ছবি পোস্ট করেছিলেন। সম্প্রতি তা বিশেষ ভাইরাল হয়েছে। নেট দুনিয়ায় লেখিকার ব্যাক্তিগত জীবন অতটা খোলামেলা নয় বলেই সেটি তাঁর বিবাহবার্ষিকীর ছবি কিনা তা জানা যায়নি। তবে, লেখিকার কনের সাজ মুগ্ধ করেছে অনুরাগীদের।