সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিস্কুট-ঘুগনি-চা-তেলেভাজার ব্য’ব’সা করুন, পুজোর আ’গে বেকার যুবক-যুবতীদের বি’রা’ট প’রা’ম’র্শ মমতার

সামনেই দূর্গা পূজা আর তার জন্য এখন দরকার টাকা, সেই টাকা কামানোর ভালো রাস্তা বাতলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বাড়িতে বসে না থেকে রাস্তায় চা বিস্কুট ঘুঘনি তেলে ভাজা বিক্রি করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। খড়গপুরের স্টেডিয়ামে উৎকর্ষ বাংলা যোজনায় সফল কারিগরি শিক্ষা সম্পন্ন সুবিধাভোগীদের নিয়োগপত্র দেওয়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই কথা বললেন।

তিনি বলেন চা, ঘুঘনি তেলেভাজার ব্যবসা করুন, পুজো আওছে দিয়ে শেষ করতে পারবেন না, খেটে খেতে হয় যা সওয়াবে তাই সয়। এটা কিন্তু নতুন নয় মুখ্যমন্ত্রীর মুখে আগেও চপ শিল্প গড়ে তোলার কথা শোনা গেছে। তা নিয়ে কিন্তু কম সমালোচন আহয় নি। বেকার শিক্ষিত যুবক যুবতীদের উদ্দেশ্যে এমন কথা বলে দারুণ সমালোচনার মুখে পরেছিলেন।

এবার ফের একই কথা শোনা গেল তার মুখে। এই ব্যবসা যে কেমন লাভ জনক সেটাও বুঝিয়ে দিলেন তিনি। যুবক যুবতীদের দারুণ ভাবে উতসাহ দিলেন তিনি। বাড়িতে বসে না থেকে এই ভাবে টাকা কামানোর পথ বাতলে দিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তিনি এখানেই থামেন নি তিনি বলেন আমার এই কথা শুনে অনেকেই মজা করেন।

আরো পড়ুন: হিমালয়ের বুকে নতুন হ্রদ! গুগল আ’র্থ ঘেঁ’টে খুঁ’জে বে’র করলো ৬ যুবক

আপনার কাছে টাকা নেই। আপনি ১০০০ টাকা নিন কেটলি ভরে চা নিয়ে বিক্রি করুন আস্তে আস্তে বাড়বে ব্যবসা। তারপর তার সাথে তেলেভাজা করলেন, একটা টেবিল টুল বসালেন, সামনেই পুজো দিয়ে শেষ করতে পারবেন না। জীবনে কোনো কাজ ছোট নয়। যেসব মানুষ নিজে খেটে বড় হয়েছে তাদের গল্প শুনুন বুঝতে পারবেন।