সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাঁটুর ব্যথা দূর করতে রাঁচির প্র’ত্য’ন্ত গ্রামে ধোনি, ক’রা’চ্ছে’ন কবিরাজের কা’ছে চিকিৎসা

নিজেকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে নিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আপাতত রাঁচিতে নিজের বাড়িতে সময় কাটাচ্ছেন তিনি। বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্নভাবে দিনগুলো উদযাপন করছেন তিনি।

মোটকথা বেশ ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। তবে এরই মধ্যে আবার হাঁটুর ব্যথায় জর্জরিত মহেন্দ্র সিং ধোনি। হাটুঁর পুরনো চোট সারানোর জন্য তাকে চিকিৎসা নিতে হচ্ছে।

তবে বড় কোন প্রাইভেট নার্সিংহোম কিংবা অ্যালোপ্যাথিক ডাক্তারের সাহায্যে তিনি নিচ্ছেন না। তিনি এক দেশীয় কবিরাজের সাহায্য নিচ্ছেন হাঁটুর ব্যথার উপশমের জন্য।

আরো পড়ুন: শুরু হয়েছে জুলাই মাস, এই ৫ রাশির প্রতি মা লক্ষ্মীর কৃ’পা দৃ’ষ্টি ব’জা’য় থাকবে, হ’বে অর্থবৃষ্টি

ওই কবিরাজের বোতলবন্দী ওষুধ বাড়ি পর্যন্ত নিয়ে আসা যায় না। তাই চারদিন পর পর ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চিকিৎসা করাতে যেতে হচ্ছে তাকে।

এই কবিরাজ গাছের তলায় একটি তাঁবুর মধ্যে বসবাস করেন এবং সেখানে চিকিৎসা করেন। মহেন্দ্র সিং ধোনি এখন তার রোগী। বিগত ৩০ বছর ধরে ধোনির পরিবার এই কবিরাজের কাছ থেকে ওষুধ নিয়ে যাচ্ছেন।

তার নাম হলো বন্ধন সিং খাড়ওয়াড়। আজব ব্যাপার হল ধোনির চিকিৎসা করলেও তিনি এতদিন জানতেন না তার পরিচয়। একদিন অনেক মানুষের ভিড় দেখে এবং সেলফি নিতে দেখে তিনি বুঝতে পারেন বিখ্যাত কেউ এসেছেন তার কাছে।