সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বে’ত’ন বৃ’দ্ধি স’হ ১৪ দ’ফা দা’বি’তে ডে’পু’টে’শ’ন ক’র্ম’সূ’চি মি’ড ডে মি’ল ক’র্মী’দে’র

বেতন বৃদ্ধি সহ ১৪ দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি মিড ডে মিল কর্মীদের

মালদা,১৯ সেপ্টেম্বর : মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধির দাবি সহ মোট ১৪ দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি। সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের মালদা জেলা কমিটির উদ্যোগে ডেপুটেশন কর্মসূচি। সোমবার দুপুর একটা নাগাদ মালদা শহরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসনিক ভবন চত্বরে এসে পৌঁছান সংগঠনের সদস্যরা।

অভিনব কায়দায় রান্নার পোশাক পড়ে মিড ডে মিল কর্মীরা অংশ নেন মিছিলে। নিজেদের দাবি লেখা প্ল্যাকার্ড হাতে সাড়া শহরে মিছিল করেন তারা। মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি সহ ১৪ দফা দাবিতে জেলা প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ দেখান তারা।

পরিস্থিতি সামাল দিতে মোতায়েন ছিল ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা সুনন্দা অন্ডাই বলেন, মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি, বকেয়া বেতন দেওয়ার দাবি, বেসরকারিকরণ ও ছাঁটাই বন্ধ সহ মোট চৌদ্দ দফা দাবিতে তাদের এদিনের ডেপুটেশন কর্মসূচি। আগামী দিনে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন তারা।