সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিজেপিকে হারান, পেট্রোল-ডিজেলের দাম ক’মে যা’বে: অভিষেক

দেশে উর্ধমুখী পেট্রোল-ডিজেলের দাম। এই পরিস্থিতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে বেরিয়ে পেট্রল, ডিজেলের দাম কমানোর কৌশল জনতাকে বাতলে দিলেন।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন বললেন, সুরমায় বিজেপিকে হারান, কথা দিচ্ছি ফের পেট্রল-ডিজেলের দাম কমবে।তিনি কেন একথা বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন অভিষেক৷

বলেছেন, বাংলায় হারিয়েছিলাম, পেট্রল-ডিজেলের দাম কমেছে। তাই আপনাদের বলব তৃণমূল বাদে অন্য দলকে ভোট দেওয়া মানে বিজেপিরই সুবিধা করে দেওয়া৷ তাই ভোটটা তৃণমূলকেই দিন৷

আরো পড়ুন: গাড়ির হেডলাইটকে আগুন ভে’বে ধুন্ধুমার কা’ন্ড পেট্রোল পাম্পে, ভিডিও ভাইরাল

ত্রিপুরার চার আসনে জুনের শেষে উপ নির্বাচন৷ অভিষেক তারই প্রচারে সোমবার সুরমায় জনসভা করলেন । সেখানে তৃণমূলের সভায় উপচে পড়া ভিড় দেখে উচ্ছ্বসিত অভিষেক শুরু থেকেই মোদী-শাহকে আক্রমণের নিশানায় রেখে ব্যাটিং শুরু করেন৷

তিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে জনতার উদ্দেশ্যে বলেন, আমাদের নেত্রীকে ধমকে, চমকে লাভ নেই৷ মমতা বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে লড়াই করতে জানেন৷ এভাবেই উনি সিপিএমকে বাংলা থেকে হঠিয়েছেন৷

আপনারা সাহস করে এগিয়ে এলে ত্রিপুরাকেও আমরা ওদের হাত থেকে মুক্ত করতে পারব৷তিনি আরও বলেন, একটা দেশ বিরোধী সরকার৷ প্রতি মুহূর্তে পেট্রল, ডিজেলের দাম বাড়াচ্ছে৷

সব জিনিসের দাম উর্ধমুখী৷ এই সরকারের আমলে দেশ বিক্রির চক্রান্ত চলছে৷ দেশকে বাঁচাতে হলে, সমাজকে বাঁচাতে হলে এদেরকে ক্ষমতা থেকে হঠাতেই হবে।