সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মমতার কবিতার অ’র্থ বু’ঝি’য়ে দিলেন দেবাংশু

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে রবীন্দ্রজয়ন্তীর দিন বাংলা অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছে। এই নিয়ে চারপাশে ঢি ঢি পড়ে গিয়েছে।

সমালোচনায় মুখর হয়েছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। নেটিজেনদেরও একাংশের কটাক্ষ উড়ে এসেছে। রাজ্য সরকারের একটি পুরস্কার প্রাপক খোদ মুখ্যমন্ত্রী।

এই নিয়ে নানা বিতর্ক চলছে। উপরন্তু, তাঁর কবিতাগুলি নিয়েও নানা তির্যক মন্তব্য ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবার বাংলার মুখ্যমন্ত্রী বাংলা অ্যাকাডেমি পুরস্কার পাওয়ার পরই ফেসবুকে লম্বা-চওড়া একটি পোস্ট করতে দেখা গেল দেবাংশু ভট্টাচার্যকে।

আরো পড়ুন: কান্নার ব’হু গুণ রয়েছে, বিশেষ করে সন্ধ্যায় কাঁ’দ’লে কি কি হয় জেনে নিন

তিনি লিখলেন, দিদির কবিতায় ওরা নিজেদের খুঁজে পায়! তাই হাসে…। ‘ওরা’ বলতে এখানে দেবাংশু BJP এবং CPIM-কে বোঝাতে চেয়েছেন। নিজেই সে কথা স্পষ্ট করেছেন যুবনেতা।

একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ছড়া ‘হরে করো কমবা, গরু ডাকে হামবা’ কবিতাটিরও পঙতি ধরে ধরে ব্যাখ্যা করেছেন তিনি।

দেবাংশু বলেন, যারা তাঁর লেখা ‘আজব ছড়া’ শুনে হাসেন কিংবা ‘হরে করো কমবা’ শুনে হাসেন, ঠিকই করেন। এই নির্দিষ্ট কবিতাটির প্রথম তিনটি লাইন দেখুন, ভারত শাসন করা একটি রাজনৈতিক দলের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে।