Home দেশ জগন্নাথ ধা’মে রথযাত্রার মধ্যে বি’প’ত্তি, রথের চাকা ফা’ট’লো বলরাম-সুভদ্রার

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জগন্নাথ ধা’মে রথযাত্রার মধ্যে বি’প’ত্তি, রথের চাকা ফা’ট’লো বলরাম-সুভদ্রার

পুরীর জগন্নাথ রথে ফাটল দেখা গিয়েছে। জানা গিয়েছে, ভগবান বলরাম এবং দেবী সুভদ্রার রথদুটির চাকাতে ফাটল দেখা গিয়েছে। এই ঘটনায় পুণ্যার্থীরা পুরীর ঐতিহ্য প্রাচীন রথযাত্রার এই সপ্তাহব্যাপী উৎসবের মাঝে ‘অশুভ ইঙ্গিত’ পাচ্ছেন।

দুষ্কৃতীরা এর আগে পুরীর গুণ্ডিচা মন্দিরে ঢুকে উনুন ধ্বংস করে । এরপর এই রথের চাকায় ফাটল। পরপর এই ঘটনায় চিন্তিত সকলে। সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।

পুরীর মন্দির কমিটি সূত্রে খবর, মঙ্গলবার রথযাত্রা উৎসবের ‘দক্ষিণা মোদা’ রীতি পালন হওয়ার কথা। কিন্তু তার আগে ভগবান জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রার তিনটি রথ পর্যবেক্ষণ করে দেখছিলেন মন্দিরের সেবায়েতরা। তখনই দায়িত্বপ্রাপ্ত সেবায়েতদের নজরে আসে রথের চাকায় ফাটল ধরার বিষয়টি।

আরো পড়ুন: এতো টা’কা কোথায় পেলেন? দুবাইয়ে একস’ঙ্গে ১০ টি ফ্ল্যাট কি’ন’তে চলেছেন রাখি সাওয়ান্ত

জানা গিয়েছে, ভগবান বলরামের রথ ‘তালধ্বজ’ এবং দেবী সুভদ্রার রথ ‘দর্পদলনা’ রথদু’টির চাকায় হালকা চিড় ধরেছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পর্যবেক্ষণ দলকে মন্দির চত্বরে ডেকে পাঠানো হয়।