সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের বৃ’দ্ধি পেল রা’ন্না’র গ্যা’সের দাম! সরকারের প্রতি ক্ষো’ভ উ’গ’রে দি’চ্ছে’ন সাধারণ মানুষ

ফের বৃ'দ্ধি পেল রা'ন্না'র গ্যা'সের দাম! সরকারের প্রতি ক্ষো'ভ উ'গ'রে দি'চ্ছে'ন সাধারণ মানুষ

আরো একবার বেরিয়ে গেল রান্নার গ্যাসের দাম। আরো একবার মধ্যবিত্ত বাঙালি দের মাথায় পরলো হাত। আজ কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল আরো ২৫ টাকা, অর্থাৎ রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়ালো ৮৮৬ টাকা। এর ফলে উত্তরোত্তর মানুষের চিন্তা বেড়ে চলেছে।

মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত প্রত্যেকের ঘরে আজ রান্নার গ্যাসের ভূমিকা অবশ্যম্ভাবী। দাম যতই বেরে যাক না কেন, কোনভাবেই রান্নার গ্যাস ছাড়া সাধারণ মানুষ রান্না করার কথা ভাবতেই পারে না।

এক লাফে ২৫ টাকা বেড়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই চিন্তিত মধ্যবিত্ত পরিবারের প্রত্যেকে। মাত্র ছয় মাসের মধ্যে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১৪১ টাকা।

এক বছরে সিলিন্ডারের দাম বেড়েছে ২৪১ টাকা। সিলিন্ডারের দাম বাড়ানোর বিরুদ্ধে প্রশাসনের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষেরা।