সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পু’রা’নো TV-কে রূপান্তরিত করুন স্মার্টটিভিতে, জানুন তিনটি পৃ’থ’ক উ’পা’য়

আজকালকার দিনে খুব সহজেই যে কোন সাধারণ টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তরিত করা সম্ভব। এই জন্য Tata Sky, Amazon, Realme এর মতো কোম্পানিগুলি নিয়ে হাজির হয়েছে স্মার্ট টিভি বক্স ও টিভি স্টিক। তবে এই ধরনের প্রোডাক্ট কিনে টাকা খরচ করতে না চাইলেও সমাধান রয়েছে। সাধারণ টিভিকে স্মার্টটিভি বানিয়ে নিন এইভাবে!

১। কোন অতিরিক্ত খরচ না করেই সাধারণ টিভিকে স্মার্ট টিভি করে তুলতে চাইলে নিজের ল্যাপটপে টিভির সঙ্গে HDMI এর মাধ্যমে কানেক্ট করুন। এই জন্য আপনাকে একটি HDMI কেবেল কিনতে হবে। বাড়িতে HDMI কেবেল থাকলে সেই খরচও বেঁচে যাবে। মাত্র 30 সেকেন্ডের মধ্যে আপনার ল্যাপটপ টিভির সঙ্গে কানেক্ট করা যাবে। HDMI কেবেলের মাধ্যমে টিভির সঙ্গে ল্যাপটপ কানেক্ট করতে হবে। তবে এই জন্য আপনার ল্যাপটপে HDMI পোর্ট থাকা বাধ্যতামূলক। আপনার ল্যাপটপ কয়েক বছরের পুরনো হলে সেখানে HDMI কেবেল নাও থাকতে পারে। তবে সাম্প্রতিক সব ল্যাপটপের HDMI পোর্ট পাওয়া যাবে।

২। আপনার বাড়িতে Tata Sky এর কানেকশন থাকলে Binge+ স্মার্ট সেট-টপ বক্স আপডেট করতে পারেন। এর মাধ্যমে আপনি Amazon Prime, Disney + Hotstar, YouTube, Voot ও আরও অনেক প্ল্যাটফর্ম থেকে টিভিতে কনটেন্ট স্ট্রিম করতে পারবেন। যে সব গ্রাহক Binge+ আপগ্রেড করবেন তাঁরা 500 টাকা ডিসকাউন্ট পাবেন। ফলে 1,999 টাকায় কেনা যাবে এই সেট-টপ-বক্স। তবে এই বক্সে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এখানে সব অ্যাপ সাপোর্ট পাবেন না। যেমন Netflix এর মতো জনপ্রিয় অ্যাপ এই সেট-টপ বক্সে কাজ করবে না।

তবে Netflix দেখার উপায় রয়েছে। এই জন্য Play Store থেকে আপনার ফোনে Rave Watch party অ্যাপ ডাউনলোড করতে হবে। এর পরে আপনি Netflix দেখার জন্য সাইন আপ করতে পারবেন। গোপনীয়তা বজায় রাখতে ‘My Friends’ অপশন সিলেক্ট করুন। এই অ্যাপে খুব সহজ ইউজার ইন্টারফেস ব্যবহার হয়েছে। মিনিট পাঁচেক ব্যবহার করলেই এই অ্যাপে সড়গড় হয়ে যাবেন আপনিও।

তবে কিছু সময় ভিডিও স্ট্রিমিংয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে Rave Watch party ব্যবহার করে স্ট্রিমিংয়ের আগে স্মার্টফোন একটি স্থিতিশীল WiFi নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করতে হবে। তবে জেনে রাখা প্রয়োজন Tata Sky রিচার্জ শেষ হয়ে গেমে অন্যান্য অ্যাপ ব্যবহার করা যাবে না। এটা কোন Android Box নয়, তাই পরিষেবা চালিয়ে যেতে Tata Sky অ্যাকাউন্ট রিচার্জ বাধ্যতামূলক। এই সার্ভিসের সঙ্গে এক মাস বিনামূল্যে ব্যবহার করা যাবে Disney+ Hotstar, Amazon Prime, Voot, Zee5, Sony Liv ও Eros Now।

৩। সাধারণ টিভিকে স্মার্ট টিভি করে তোলার জন্য কিনতে পারেন Amazon Fire TV 4K Stick অথবা Realme 4K Google TV Stick। যে সব গ্রাহক টিভিতে কোন চ্যানেল দেখেন না অথচ টিভির মাধ্যমে অনলাইন কনটেন্ট স্ট্রিম করতে চান তাঁদের জন্য আদর্শ এই টিভি। একই দামে এই দুই স্মার্ট টিভি স্টিক পাওয় যাবে। টিভিতে HDMI পোর্টে কানেক্ট করতে হবে এই ডিভাইস। খুব সহজেই করা যাবে সেট আপ। Amazon Fire Stick এ থাকছে Dolby Vision ও Dolby Atmos সাপোর্ট। তবে টিভিতে এই প্রযুক্তি না থাকলে তা কাজে আসবে না। অন্যদিকে Realme 4K Google TV Stick এ রয়েছে HDR সাপোর্ট। এই ইন্টারফেসে কোন বিজ্ঞাপন দেখা যাবে না। তবে Fire Stick এ কিছু বিজ্ঞাপন দেখা যাবে। Google TV-র ইউজার ইন্টারফেস নিঃসন্দেহে Fire Stick ইউজার ইন্টারফেসের থেকে ভালো। Realme Stick এ থাকছে Chromecast সাপোর্ট। এই ফিচার ব্যবহার করে ফোনের বিভিন্ন ভিডিও টিভিতে কাস্ট করতে পারবেন।