সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মালদা জেলা’য় কি’শো’র কা’লী’ন অব’স্থায় মা’তৃ’ত্ব নিয়ে উ’দ্বে’গ

মালদা জেলায় কিশোর কালীন অবস্থায় মাতৃত্ব নিয়ে উদ্বেগ

মালদা জেলায় কিশোর কালীন অবস্থায় মাতৃত্ব উদ্বেগজনক। প্রায় 24শতাংশ কিশোরী 19 বছরের নিচে গর্ভবতী হচ্ছে। এই সমস্যা থেকে বের হতে বৃহস্পতিবার মালদার সানাউল্লাহ মঞ্চে স্বাস্থ্য দপ্তরে উদ্যোগে একটি কর্মশালা হয়।

এই কর্মশালায় স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি পুলিশ,শিক্ষা, অঙ্গনারী জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। কৈশোরকালীন মাতৃত্ব বন্ধ করতে ব্লকে ব্লকে দুটি করে কমিটি গঠন করা হবে।

এদিন এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলাশাসক রাজশ্রী মিত্র ,অতিরিক্ত জেলা শাসক (স্বাস্থ্য)ভৈবব চৌধুরী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক ,ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক সব্যসাচী চক্রবর্তী, রামপুরহাট মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিশেষজ্ঞ,hod ডাক্তার তুলিকা ঝা, ইউনিসেফের কর্তারা।

এ বিষয়ে বক্তব্য দিয়েছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক,