সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলার স্কুলে স্কুলে কম্পিউটার শিক্ষক, পাবেন মো’টা টা’কা বেতন, জানুন বিস্তারিত

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। রাজ্যের বহু স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রতিটি জেলা স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনের জন্য বি এড ডিগ্রির কোন প্রয়োজন নেই।‌ রাজ্যের 1719 স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে স্কুল অর্ডিনেটর পদে নিয়োগ করা হতে চলেছে।

এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 1719। প্রত্যেক জেলাতেই কম্পিউটার শিক্ষক পদের শূন্য পদ রয়েছে। এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে যে কোনো শাখায় স্নাতক হতে হবে। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা অথবা DOEACC-A level অথবা BCA কোর্স করে থাকতে হবে। মাধ্যমিক স্কুলে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক স্কুলে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কম্পিউটার বিষয়ে গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট করা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। বি এড থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে বলে জানানো হয়েছে। তবে বি এড বাধ্যতামূলক নয়। এই পদে আবেদনের জন্য কোনো আবেদন ফি লাগবে না। আবেদনের জন্য কালার ফটো, বয়সের প্রমাণপত্র, কম্পিউটারের এক বছরের ডিপ্লোমা সার্টিফিকেট, সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট, জন্ম তারিখে প্রমাণপত্র বা আধার কার্ড, ভোটার কার্ড, বায়ো ডাটা এবং সই লাগবে।

অনলাইনে আবেদন করার সময় এই ডকুমেন্টস জমা দিতে হবে। অনলাইন মারফত আবেদন করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে হবে। এই ওয়েবসাইট হলো http://recruitmentwbict.schoolnetindia.com আবেদন করার সময় একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিতে হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের পর প্রার্থীদের নির্বাচন করা হবে।