সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আর্থিক বৃ’দ্ধি’র জন্য শ্রীকৃষ্ণ ৫ টি রত্নের ক’থা যুধিষ্ঠিরকে বলেছিলেন

ভগবান শ্রীকৃষ্ণ ধনবৃদ্ধির জন্য পাঁচটি বস্তুর দানের উপায় বলে গিয়েছিলেন। ধন সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য এই পাঁচটি বস্তুকে তিনি পাঁচটি রত্নের সমান জ্ঞান করেছিলেন। তিনি যদি স্ত্রীকে এই পাঁচটি রত্ন দানের বিধান দিয়েছিলেন। সম্পদ বৃদ্ধির জন্য চাইলে এই পাঁচটি রত্ন দান করতে পারেন।

জল : জল দান করলে সব থেকে বেশি পূণ্য লাভ হয়। তৃষ্ণার্তকে জল দান করলে পূণ্য লাভ হয়। দাতার জীবনে এতে সমৃদ্ধি আসে।

চন্দন কাঠ : ঘরের মধ্যে চন্দন কাঠ রাখলে তা শুভশক্তিকে আহবান করে নিয়ে আসে।

ঘি : ঘরের মধ্যে ঘিয়ের প্রদীপ জ্বেলে রাখলে সেই সংসার সমৃদ্ধ হয়।

বীণা : ঘরের মধ্যে বীণা রাখলে দারিদ্র্য দূর হয়। ঘরের মধ্যে অনিশ্চয়তা দূর হয়।

মধু : গৃহে মধু রাখলে আর্থিক অনিশ্চিয়তা দূর হবে। কাঙ্খিত বস্তু লাভ হবে।