সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কমিউনিস্টরা উপরে উ’ঠ’তে দে’য় না কাউকে! বুদ্ধদেবের পদ্মশ্রী না নেওয়া নিয়ে খোঁ’চা দিলীপ ঘোষের

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কেন্দ্রীয় সরকারের দেওয়া পদ্মভূষণ নিতে অস্বীকার করেছেন। আর এই বিষয় নিয়েই আজ বৃহস্পতিবার প্রাতঃভ্রমণের পর বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বিস্ফোরক মন্তব্য করে কমিউনিস্ট পার্টির একহাত নিলেন। তিনি স্পষ্ট জানালেন কমিউনিস্ট দল আসলে কাকড়ার মত, কাউকেই উপরে উঠতে দেয় না। এখানেই শেষ নয় এই প্রসঙ্গ নিয়ে তিনি আরও বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একজন রাজনীতিবিদই নন, তিনি একজন সাহিত্যিকও বটে। দলের কথা তিনি রাখলেন।উনি দলের অনুশাসন মেনেই কাজ করেছেন। দল বলল নেওয়া যাবে না তাই উনিও নিলেন না। জ্যোতি বসু কেও দল প্রধানমন্ত্রী হতে দেয় নি।

মনে করে দেখুন এক সময় সোমনাথ চট্টোপাধ্যায়কে দল থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনার স্বীকার তাকেও হতে হয়। কিন্তু আবার এটা ভুললেও চলবে না, যে তার মৃত্যুর পর দলের একজনকেও ঢুকতে দেওয়া হয় নি তার বাড়িতে। তার মেয়ে একজনকেও বাড়িতে ঢুকতে দেয়নি।

এদিকে কেন্দ্রের তরফ থেকে জানা যায়, ২৫ জানুয়ারি বিকেলে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে ফোন করা হয়। তার স্ত্রীকে পুরস্কারের কথা জানানো হয়। ঠিক এর পরেই কোনো অসম্মতি সূচক কথা বলেন নি তিনি। তবে একটা প্রশ্ন উঠেছে যে, কিভাবে অনুমতি ছাড়াই বুদ্ধদেব ভট্টাচার্যের নাম সেই তালিকায় উঠল? তবে বিমান বসু বুদ্ধদেব ভট্টাচার্য এর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।