সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দার্জিলিং বে’ড়া’তে আসছেন? পাহারগামী গাড়ি ব’ন্ধ, দু’র্ভো’গ পর্যটকদের

করোনা এখনো সম্পূর্ণ ভাবে আমাদের জীবন থেকে চলে যায় নি। কিন্তু তবুও নিউ নরমাল লাইফে ফিরে যেতে আমরা সকলেই মরিয়া। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে না হতেই দলে দলে মানুষ হতে শুরু করেছে পাহাড় মুখো। কিন্তু পর্যটন শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে যাবে কারণ দার্জিলিং কার্শিয়াং কালিংপং সহ পাহাড়গামি সিংহভাগ বাড়িয়ে দিন বন্ধ করে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই পর্যটকরা মারাত্মক সমস্যায় পড়ে যায়।

তেনজিং নরগে বাস টার্মিনালের ট্যাক্সি স্ট্যান্ড থেকে বহু গাড়ি পাহাড়ে উঠতে চায়নি। তেলের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ার পরে প্রত্যেক চালকরা অবরোধ করেছেন। তেলের দাম বাড়ার পাশাপাশি যাতে যাত্রী ভাড়া বারে, সেই দাবিতে গাড়ির চালকের সংগঠন রাস্তায় নামেন বন্ধের দাবিতে।

এদিকে সোমবার পাহাড়ে বেড়াতে যাবার জন্য এনজিপি স্টেশন এ নেমে ছিলেন কলকাতার বাসিন্দা অরবিন্দ ঘোষ। কিন্তু নেমেই শোনেন গাড়ি ধর্মঘটের কথা। সিকিম যাওয়ার গাড়ি চললেও দার্জিলিং যাওয়ার গাড়ি চলছে না ফলে সমস্যায় পড়তে হয়েছে অরবিন্দ বাবুকে। তিনি বলেন, সিকিম যাওয়ার গাড়ি চলছে। আমরা দার্জিলিং যাওয়ার প্রোগ্রাম করছিলাম। কিন্তু এবার রুট বদলে গ্যাংটক এ চলে যাওয়ার কথা ভাবছি। খুব সমস্যায় পড়তে হচ্ছে আমাদের কারণ গাড়ি পাচ্ছিনা।

অন্যদিকে এনজেপি ট্যাক্সি স্ট্যান্ড তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা উদয় সাহা বলেন, আমরা তৃনমূল করি। আমরা বন্ধ করব না। কিন্তু তেলের দামের বিরুদ্ধে আমরা আন্দোলন করবো। গাড়ি চলছে, আমরা সকল চালকদের অনুরোধ করেছি যাতে পর্যটকদের ছেড়ে দেওয়া হয় কারণ তারা অনেক দূর থেকে আসছেন।