সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শা’স্তি নয় পু’র’স্কৃ’ত ক’রা হ’য়ে’ছে সালমান’কে আ’ট’ক ক’রা সিআইএসএফ জওয়ান’কে

শাস্তি নয় পুরস্কৃত করা হয়েছে সালমানকে আটক করা সিআইএসএফ জওয়ানকে

মুম্বাই বিমানবন্দরের গেটে নির্দিষ্ট নিয়ম বিধি না মেনেই ঢুকে পড়ছিলেন সালমান খান। ভক্তদের সঙ্গে সেলফি তুলতে তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে কখন যে তিনি গেটের কাছে পৌঁছে গিয়েছিলেন, তা টেরও পাননি। তবে বলিউডের ভাইজানের সম্বিত ফিরিয়েছেন একজন সিআইএসএফ জওয়ান। রীতিমতো ধমক দিয়ে সালমান খানকে তিনি বিমানবন্দরের গেটে প্রবেশের আগের নিয়ম নীতি পালন করার কথা বলেন। সেই ভিডিও ভাইরাল হয়ে যায় নেট মাধ্যমে।

আসলে টাইগার ৩ এর শুটিংয়ের জন্য রাশিয়া সফরে যাচ্ছিলেন সালমান। বিমানবন্দরে পৌঁছতেই তার অনুরাগীরা তাকে ঘিরে ধরেন। সকলেই সালমানের সঙ্গে সেলফি নিতে চান। তার উপর পাপারাজ্জিরা তো ক্যামেরা নিয়ে রীতিমতো হামলে পড়েন সালমানের উপর। আর সালমান খানও ভক্তদের ইচ্ছা পূরণ করার জন্য রীতিমত মশগুল হয়ে পড়েন। এতে বেশ বিরক্ত হন বিমানবন্দরের গেটে দায়িত্ব প্রাপ্ত ওই সিআইএসএফ অফিসার।

তিনি সালমানকে কড়া সুরে ধমক দিয়ে বলেন, ‘আগে নিয়ম মানুন, তারপর সেলফি নেবেন!’ বলাবাহুল্য বলিউডের দাবাং হিরোকেও যে কেউ এমন ভাবে ধমকাতে পারেন, তা আশা করেননি কেউ। সালমান নিজেও প্রথমটা চমকে গিয়েছিলেন। তারপর বিষয়টি সামলে নিয়ে তিনি নিয়মবিধি মানার জন্য কাউন্টারের দিকে এগিয়ে যান। এরপরে কার্যত সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হিরো বনে যান ওই সিআইএসএফ অফিসার।

তবে মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে ওই সিআইএসএফ অফিসারের থেকে নাকি তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ অবশ্য সেই গুঞ্জন সম্পূর্ণ অস্বীকার করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে একটি টুইট বার্তায় জানানো হয়েছে যে, ওই অফিসারকে কোনো শাস্তি দেওয়া হয়নি। বরং তার এই সৎ সাহসের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে।