সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চ’র’ম ভোগান্তি, বাতিল অসম ও বিহারগামী প্র’চু’র ট্রেন, দেখে নিন তা’লি’কা

কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পকে কেন্দ্র করে সারা দেশজুড়ে চরম বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিহার এবং সংলগ্ন এলাকায় একাধিক ট্রেনে ভাঙচুর চালানো হয়েছে। বিভিন্ন স্টেশনে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। অনেকের কাছে বাড়ি ফেরার টাকা নেই। এমতাবস্থায় ট্রেন বাতিল করে দিতে বাধ্য হল রেল কর্তৃপক্ষ।

এই বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে ১৮ জুনের ডিব্রুগড়- লালগড় এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি- নিউদিল্লি এক্সপ্রেস, জোরহাট টাউন- গুয়াহাটি জনশতাব্দী এক্সপ্রেস, এনজেপি-রাজেন্দ্রনগর ক্যাপিটাল এক্সপ্রেস, কাটিহার সমস্তিপুর, কাটিহারি বারাউনি, পূর্ণিয়া- সহর্ষ প্যাসেঞ্জার ট্রেন বাতিল, রঙ্গিয়া-রাঙাপাড়া, রঙ্গিয়া-ডেকারগাঁও, ডেকারগাঁও-রঙ্গিয়া প্যাসেঞ্জার ট্রেন, গুয়াহাটি-মারিয়ানি, বিজি এক্সপ্রেস,গুয়াহাটি- ডিব্রুগড়,গুয়াহাটি-লেডো গুয়াহাটি-লামডিং, ডিব্রুগড়-কন্যাকুমারী সহ বিভিন্ন ট্রেন বাতিল, মারিয়ানি -গুয়াহাটি, গুয়াহাটি-জোরহাট টাউন জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, ডিব্রুগড়- লালগড় অবোধ অসম এক্সপ্রেস(১৯.০৬.২০২২) বাতিল।

দিল্লি- কামাখ্যা ব্রহ্মপুত্র মেল(২০.০৬.২০২২) বাতিল করা হয়েছে। বেঙ্গালুরু- তিনসুকিয়া, নিউ দিল্লি- ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস( ২১.০৬.২০২২) বাতিল করা হয়েছে, লালগড়-ডিব্রুগড় অবোধ অসম এক্সপ্রেস(২২.০৬.২০২২) বাতিল করা হয়েছে, কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস(২৩.০৬.২০২২) বাতিল করা হয়েছে।

আরো পড়ুন: আবাস যোজনার না’ম থে’কে সরাতে হ’বে “বাংলা”, “প্রধানমন্ত্রী” না লে’খা থাকলে টা’কা দে’বে না কেন্দ্র

এছাড়াও অসমগামী একাধিক ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ডিব্রুগড়- লামডিং- ডিব্রুগড়ে মধ্যে স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনাও রয়েছে। সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশনে এই স্পেশাল ট্রেন থামবে। HWH-RXL, HWH-GAYA, HWH-RJPB, HWH-KGM,HWH-JAT,HWH-MKA, SDAH-JYG,KOAA-PNBE,KOAA-SMI, MLDT- DLI, JSME-PNBE, SC-DNR, SC-DBG, ROU-JYG,TATA-KIR, RNC-ARA,RNC-BGP, RNC-SSM,HTE PNBE, TATA-DNR, HTE- PRNC, ANVT-JYG, ANVT- SMI, ANVT-GAYA, ANVT-HTE, NDLS-JYG, DLI-MLDT, NDLS-PURI, ANVT- BMKI, KOTA-PNBE, ASR-DBG, FZR-DHN,JAT-KOAA, UMB- BJU, YNRK-HWH, DDN-HWH, BSB-RAJGIR(১৯.০৬ ও ২০.০৬) এর ট্রেন সহ বহু ট্রেন বাতিল করা হয়েছে।