সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রীকে বেত্রাঘাত! কিছু না করে দেখতেই থা’ক’লো জনতা, রইলো ভিডিও

দীপাবলীর পরেরদিন গোবর্ধন পূজা একটি বহু প্রাচীন সংস্কৃতি উত্তর ভারতের। এই তিনদিন গোশালা পরিষ্কার করে পুজো করা হয়। উত্তর ভারতের প্রায় প্রত্যেকটি রাজ্যের ধুমধাম করে এই পুজো পালন করা হয়। তবে ছত্রিশগড়ে এই প্রাচীন সংস্কৃতি একটু ভিন্নভাবে পালন করা হয়। রাজ্য সুখ-সমৃদ্ধির জন্য প্রতিবছর মুখ্যমন্ত্রকে সর্বসমক্ষে বেত্রাঘাত করা হয়। এবারও তার ব্যতিক্রম হল না। ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এর সঙ্গে এমন কান্ড ঘটলো।

ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী শুক্রবার সকাল সকাল সর্বসমক্ষে বেত্রাঘাত খেয়ে প্রাচীন পরম্পরা পালন করলেন। বেত্রাঘাত খেলেন রাজ্যের মঙ্গল কামনা এবং সংকট নাশ করার জন্য। যুগ যুগ ধরে এই নিয়ম পালন করে আসছেন গ্রামবাসীরা। গ্রামের যুবক বীরেন্দ্র ঠাকুর মুখ্যমন্ত্রীকে করলেন বেত্রাঘাত।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবছর ভরসার ঠাকুর প্রহার করতেন। এই বছর ওনার ছেলে বেত্রাঘাত করলেন। গোবর্ধন পূজো গরু সমৃদ্ধির জন্য করা একটি প্রথা। আর ঠিক এই কারণে এই পুজো ভীষণভাবে জনপ্রিয়। রাজ্যের মানুষ প্রতিবছর এই দিনটার অপেক্ষায় থাকেন। এদিন গরুর প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন। এইদিন বেত্রাঘাত খেয়ে সকলের মঙ্গল কামনা করেন মুখ্যমন্ত্রী।