সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইন্টারনেটে বিজ্ঞাপন দি’য়ে ১০০ মেয়ের সঙ্গে টা’কা নিয়ে প্র’তা’র’ণা! শ্রীঘ’রে MBA পাত্র

একজন পুরুষ যে মায়ের মতোই হতে পারে সেটাই এবার প্রকাশিত হলো মিডিয়ায়। কিছুদিন আগেই ছিল আন্তর্জাতিক মাতৃ দিবস এবং এই মাতৃ দিবসে গোটা বিশ্ব নানান রকম ভাবে এই দিনটি পালন করেছে, ফ্যাশন ব্র্যান্ড কেলভিন ক্লেইন মাতৃ দিবসে নতুন একটি বিজ্ঞাপন নিয়ে এসে মাতৃ দিবস উদযাপনের স্বাদ আরো একটু বেশি বাড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে একজন ট্রান্সজেন্ডার সন্তানসম্ভবা, যদিও এই বিজ্ঞাপনটি নিয়ে তৈরি হয়েছে চর্চা। অনেকেই মন্তব্য করে বলেছেন, “বাস্তবে নতুনভাবে নতুন পরিবার তৈরীর সত্যতাকে তুলে ধরা হয়েছে”।

বর্তমান সময়ে দুজন পুরুষ ও মা বাবা হওয়ার যোগ্যতা রাখে। প্রাচীনকালের থেকে যে চিন্তাভাবনা তা একেবারেই ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার এই বিজ্ঞাপন কে সাধুবাদ জানিয়েছেন রবার্তো বেটে এবং এরিকা ফার্নান্ডেজ।

আরো পড়ুন: এবার বো’ঝা গেলো পুরুষও গ’র্ভ’ব’তী হয়! ফ্যাশন ব্র্যান্ডের নতুন বিজ্ঞাপন ঝ’ড় তু’ল’লো সোশ্যাল মিডিয়ায়

রবার্তো হলেন একজন ব্রাজিলিয়ান মহিলা তিনি একজন মহিলা থেকে পুরুষ হয়েছেন, সাথে এই ব্যক্তি একটি রিয়েলিটি শো এর হোস্ট। তিনি একটি পোস্ট করেছেন এবং যেখানে এই গর্ভবস্থা সম্পর্কে উল্লেখ করেছেন। ” দুজন পুরুষ তাদের সন্তানের জন্য অপেক্ষা করে রয়েছে”।

বর্তমানে পরিবারের যে বাস্তবতা সেটাই এখানে তুলে ধরা হয়েছে। বিজ্ঞাপনের এই ছবিটিতে দেখা যাচ্ছে কিভাবে একজন পুরুষ মা হচ্ছেন, দেখা যাচ্ছে বেবিবাম্প। মুহুর্তের মধ্যেই এই ছবিটি ভাইরাল হয়েছে এবং ভীষণ প্রশংসা কুড়িয়েছে।

একজন নেটিজেন এর মতে এই বিজ্ঞাপনটি অত্যন্ত সুন্দর। মন ছুয়ে যাওয়ার মত। আবার এই ধরনের একটি চিত্রকে কেন্দ্র করে ব্র্যান্ডটিকে বয়কট করার মত প্রকাশ করেছেন একজন নেটিজেন। আর একজন বলেছেন, গোটা বিষয়টি হলো ট্রানস্ফোবিক।

নেটিজেনদের সমালোচনাকে সম্মান দিয়ে ক্যালভিন জানিয়েছেন,” এখানে প্রত্যেকে যে যার স্বাধীনভাবে মতামত দিতে পারেন এবং প্রত্যেকের মতকেই সংস্থা সম্মান জানায়। কিন্তু অনেক বাজে মন্তব্য রয়েছে যেগুলিকে মুছে ফেলা অত্যন্ত প্রয়োজন, এমনকি এই ধরনের মন্তব্য করা অ্যাকাউন্টগুলোকেও ব্লক করা হতে পারে।”