সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভো’ল ব’দ’ল! ভারতের বিদেশনীতির প্র’শং’সা পাক প্রধানমন্ত্রী ইমরানের গলায়, কিন্তু কেন?

এযে ভূতের মুখে রাম নাম, এবার ইমরান খানের মুখে মোদীর প্রশংপা, শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতোই যে ব্যাপার।ভারতের বিদেশনীতি নিয়ে দারুণ প্রশংসা করল ইমরান খান।চরম শত্রুতার মধ্যেও ভারতের বিদেশনীতি নিয়ে ভূয়সী প্রশংসা করেছে ইমরান খান, ভাবা যায়।

ইমরান খান মোদির প্রশংসা করতে গিয়ে বলেছেন, ভারতের বিদেশনীতি সত্যিই প্রশংসনীয়, এতে মানুষের স্বার্থ রক্ষা হবে। যদি সত্যি কথা বলা যায়, তাহলে কিন্তু ইমরান খানের অবস্হা খুবই খারাপ।

তিনি এখন দারুণ চিন্তার মধ্যে, কারণ তার মাথার ওপরে ঘুরছে গদি হারানোর ভয়। ঠিক এর মধ্যেই এই ধরনের উক্তি সত্যিই তার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ালো কিনা সেটা তো সময় বলবে।

আরো পড়ুন: কোভিশিল্ড-র দ্বিতীয় ডো’জ নি’য়ে বড়ো খবর, জেনে নিন

তবে গতকাল রবিবার খাইবার পাকতুনখোয়ার এক জনসভায় গিয়ে বলেন, আমি আমাদের প্রতিবেশী দেশের বিদেশনীতি নিয়ে সুনাম করতে চাই।

কারণ ওদের বিদেশ নীতি সর্বদা স্বতন্ত্র।ওরা কোয়াডের সদস্য, সাথে ওদের সাথে আমেরিকার ভালো সম্পর্ক।ওরা ওদের নিরপেক্ষতার প্রমাণ দিয়েছে, রাশিয়া থেকে তেল কিনে।

আমেরিকার তরফ থেকে তাদের নিষেধাজ্ঞা জারি করলেও তারা কিন্তু তাদের কাজ করেছে।কারণ এই বিদেশনীতি মানুষের স্বার্থে। এরপরেই নিজের সুনাম তিনি নিজেই করেন, তিনি বলেছেন ভারতের মতো তিনিও পাকিস্তানের মানুষের জন্য বিদেশনীতি তৈরী করেছেন, যার জন্য কারও কাছে মাথা নোয়ানি সে।

এইভাবে প্রকাশ্যে ভারতের সুনাম তাও পাকিস্তানের মুখে সত্যি বিরল। তবে শুধু পাকিস্তান নয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে ভারতের অবস্হানে সবাই গুণমুগ্ধ ভারতের।