সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জেলায় জেলায়, আজ কি ভি’জ’বে শহর কলকাতা?

সারাদিন খটখটে রোদ থাকলেও বৃহস্পতিবার বিকেল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নামে কলকাতায়। সেই সঙ্গে প্রবল শিলাবৃষ্টি। বিকেল থেকে রাত পর্যন্ত আবহাওয়ার এতোটুকু উন্নতি হয়নি। কিন্তু আবার শুক্রবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ।

যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সঙ্গে দোসর হবে বজ্রপাত। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া হুগলি কলকাতা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গে গতকাল বজ্রাঘাতে অনেক মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

আরো খবর: আতিকের দখল করা জমিতেই গ’ড়ে উ’ঠ’বে আবাস যোজনার বাড়ি, বড়ো সি’দ্ধা’ন্ত যোগী সরকারের

সেই আবহাওয়া দক্ষিণবঙ্গের সব জেলায় মোটামুটি হলুদ সতর্কতা রয়েছে আজও বিভিন্ন জায়গায় বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় শনিবার বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই যা বৃষ্টি হবে সব শুক্রবার পর্যন্ত।

আগামীকাল থেকে ভিজবে উত্তরবঙ্গ। জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

উত্তরবঙ্গের সব জেলাতেই হলুদ সর্তকতা জারি করা হয়েছে আগামী মে মাস থেকে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। আজ কলকাতা ও তার আশেপাশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে রেকর্ড করা হয়েছে 35 ও 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।