সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গাড়ি না গাঁ’জা’র কেস খাবি? হু’ম’কি দিয়েছিলেন অনুব্রত, দা’বি চালকলে পাওয়া গাড়ির মালিকের

তথ্য: আনন্দবাজার পত্রিকা

বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল তিলপাড়া বাঁধের সংস্কারের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৫.৫ কোটি টাকা ও ৫০ লক্ষ টাকা দামের গাড়ি নিয়েছিলেন।

এমনই দাবি বোলপুরের ব্যাবসায়ী অরূপ ভট্টাচার্য ও সিউড়ির ব্যবসায়ী প্রবীর মণ্ডলের। যে ফোর্ড এন্ডেভর গাড়ির মাথায় লালবাতি লাগিয়ে অনুব্রত মণ্ডল কলকাতা এসে বিতর্কে জড়িয়েছিলেন তার মালিক এই প্রবীরবাবুই।

তাঁদের দাবি, অনুব্রতর ফাঁদে পড়ে সর্বশান্ত হয়ে গিয়েছি। অরূপবাবু বলেন, ২০১৭ সালে তিলপাড়া বাঁধ সংস্কারের উদ্যোগ শুরু করে প্রশাসন। সেই বরাত আমাদের পাওয়ার কথা ছিল।

আরো পড়ুন: ৫ তলা বাড়ি হুড়মুড়িয়ে ভে’ঙে পড়লো মুম্বইয়ে, চলছে উ’দ্ধা’র কাজ

কিন্তু জেলাশাসক কিছুতেই সরকারি অনুমোদন জোগাড় করতে পারছিলেন না। তখন আমি অনুব্রত মণ্ডলের কাছে যাই। উনি সরকারি অনুমোদনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়ে আমাদের কাছে ১০ কোটি টাকা কাটমানি দাবি করেন।

তিনি আরও বলেন,আমি জানাই অত টাকা দেওয়া সম্ভব নয়। শেষ পর্যন্ত ৫ কোটি ৬৩ লক্ষ টাকায় রফা হয়। তার মধ্যে ১.৫ কোটি টাকা আমি নিজে অনুব্রত মণ্ডলকে তাঁর বাড়ি গিয়ে দিয়ে এসেছি। বাকি টাকা ওর বাড়িতেই নিয়েছেন সায়গল হোসেন। টাকা দিয়েছি ৫ – ৬ ধাপে। গোটা টাকার লেনদেন হয়েছে নগদে।