সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তবে কি কালীপুজোতে সু’পা’র সাইক্লোন আসছেই? কি বলছে আলিপুর আবহাওয়া দফতর

একেই হয়ত বলে ঝোপ বুঝে কোপ। কারণটা আসলে তাই নয়ত কেন উৎসবের মরশুমের সময়ই এমনটা হবে কোনো না কোনো সময়। আবহাওয়া দপ্তর ফের একটি খারাপ খবর শোনালো বঙ্গবাসীর জন্য। কালীপুজার সময়ি নাকি আছড়ে পরতে পারে সাইক্লোন সিতরাং।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া এবং জলবায়ু বিষয়ক গবেষক মোস্তাফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ১৭ ই অক্টোবর এই নিন্মচাপের আশঙ্কা করা হচ্ছে, যেটা কিনা ২৫ তারিখ সুপার সাইক্লোনের রুপ ধারণ করবে। তবে ইতিমধ্যেই মৌসম ভবন কিংবা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতা জারি করা হয় নি।

যদি এমনটা হয় যে পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পরে এই ঘূর্ণিঝড় তাহলে দারুণ ক্ষয় ক্ষতি হবে বলেই মনে করা হচ্ছে। এই নিয়ে বিশেষজ্ঞরা কি জানিয়েছেন সেটা একবার জেনে নেওয়া যাক। আসলে এই সাইক্লোন স্বাভাবিক ভাবেই আছড়ে পরতে পারে, তবে এখনি কোনো সুপার সাইক্লোনের আশঙ্কা নেই।

আরো পড়ুন: মুলায়মের একনিষ্ঠ ভক্ত, তাঁর মৃ’ত্যু’তে মা’রা’ত্ম’ক ঘ’ট’না ঘটালেন এই ব্যক্তি

ঝড়ের গতিবেগ ৮০-৯০ কিমি বেগে থাকতে পারে, এই ঝড় এর বেশিরভাগ অংশ ওড়িশার উপকূলে আছড়ে পরার সম্ভাবনা রয়েছে, তাই সতর্কতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। চিলকা হ্রদ ও পুরীর মধ্যবর্তী এলাকায় এই ঝড় আছড়ে পরতে পারে।

আগামী ২৪ তারিখ এই ঝড় আছড়ে পরতে পারে, আর সেই কারণেই পশ্চিমবঙ্গের উপকূলের জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়া বইবে। মতসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে , কিন্তু ভয় না পাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।