সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ত’বে কি ৩০ বছর প্রসেনজিৎ একাই টলিউডকে টেনেছে? আমরা কি শুধুই পার্শ্ব চ’রি’ত্র?

দীর্ঘ কয়েক দশক ধরে টলিউড ইন্ডাস্ট্রি বলতে দর্শকরা কার্যত একজনকে বুঝেছেন। তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভক্তরা ভালোবেসে তাকে নাম দিয়েছেন ইন্ডাস্ট্রি। এমনকি একটি ছবির সংলাপে তিনি নিজেকে ইন্ডাস্ট্রি বলেই দাবি করেছিলেন।

কিন্তু তার এই বক্তব্য মানতে রাজি নন তার সমসাময়িক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। কথা প্রসঙ্গে তিনিও প্রসেনজিতের বিরুদ্ধে মুখ খুললেন। কয়েক বছর আগে অপুর সংসার রিয়েলিটি শোয়ে উপস্থিত হয়েছিলেন চিরঞ্জিত।

শাশ্বত চ্যাটার্জির সঙ্গে আড্ডা দিতে গিয়ে তিনি এই বিষয়ে মুখ খুলেছেন। তার বক্তব্য 30 বছর ধরে প্রসেনজিৎ যদি ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে গিয়ে থাকেন তাহলে বাকিরা কি করছিলেন?

আরো পড়ুন: বিহারে ধ’রা পড়লো দুই চীনা নাগরিক

তখন মিঠুন ছিলেন না? ভিক্টর ছিলেন না? তাপস পাল, অভিষেক চ্যাটার্জী, চিরঞ্জিত চক্রবর্তীরা কি ছিলেন না? এরা কি তাহলে পার্শ্ব অভিনেতা ছিলেন?

চিরঞ্জিত আরো বলেছেন টলিউডকে প্রসেনজিৎ খুব ভালো করে চেনেন। একই সঙ্গে তিনি প্রসেনজিৎকে প্রভাবশালী বলে উল্লেখ করেছেন। সেই কারণে চট করে কেউ তার সামনে মুখ খোলার সাহস পায় না।

চিরঞ্জিত বলেছেন প্রসেনজিতের বিরুদ্ধে টলিউডে কেউ একটি কথাও বলতে পারে না। চিরঞ্জিতের কথায় মানুষের মধ্যে দোষগুণ দুটোই থাকে। একটা মানুষের খারাপটা বলা যাবে না কেন?

উল্লেখ্য সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রসেনজিৎ নিজের মুখে বলেছেন তিনি ইন্ডাস্ট্রি নন। একটা মানুষের পক্ষে কখনই ইন্ডাস্ট্রি হওয়া সম্ভব নয়। তার কথায় তিনি হলেন ইন্ডাস্ট্রির সিইও। এত সংস্থাকে দাঁড় করানোর জন্য একজন সিইও যা কিছু করে থাকেন তিনি সেগুলো করার চেষ্টা করে এসেছেন।