সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিধিনি’ষে’ধ উ’ঠি’য়ে দিলো ব্রিটেন, মাস্ক না পড়লেও চ’ল’বে, ঘো’ষ’ণা প্রধানমন্ত্রীর

ব্রিটেন করোনা সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ তুলে নিচ্ছে। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়ে দিয়েছেন, সে দেশে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন সর্বোচ্চ পর্যায় পেরিয়ে গিয়েছে। তাই গতমাসে নতুন করে যেসব বিধিনিষেধ জারি করা হয়েছিল, আগামী সপ্তাহের মাঝামাঝি থেকেই সেসব প্রত্যাহার করা হচ্ছে।

আগামী বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি থেকেই ব্রিটেনে আর মাস্ক পরা বাধ্যতামূলক নয়। ওয়ার্ক ফ্রম হোম আর বাধ্যতামূলক নয়। সামাজিক জমায়েত বা বার–রেস্তরাঁ কিংবা নাইট ক্লাবে যেতে হলে আর প্রয়োজন নেই কোভিড শংসাপত্রের। কাজের জন্য বা বিনোদনের জন্য বাড়ির বাইরে বেরনোতেও আর কোনওরকম নিষেধাজ্ঞা থাকছে না। ব্রিটেনের মতো স্পেনও সমস্ত কোভিডবিধি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার জনসন জানান, “প্ল্যান–বি’ (করোনা ঠেকাতে কঠোর বিধিনিষেধ)–এর মেয়াদ শেষ হচ্ছে ২৬ জানুয়ারি। এখন পরিস্থিতি যা তাতে ‘প্ল্যান–বি’–র মেয়াদ আর বাড়ানোর কারণ নেই। সামনের সপ্তাহ থেকে ‘প্ল্যান–এ’‌(স্বাভাবিক জীবনযাত্রা)–তে ফিরতে পারবে ইংল্যান্ড।”