সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মায়ের থেকে শিশুকে আ’লা’দা করে রেখে দিয়েছিল বৃহন্নলা, না খে’তে পেয়ে মৃ’ত্যু সদ্যোজাতের

তথ্য: নিউজ ১৮ বাংলা

এমন কিছু ঘটনা পরিচয় দেয় মানুষের নৃশংসতার। মালদহের মানিকচকের বাঙালগ্রামে ঘটে গিয়েছে এক নৃশংস ঘটনা। টাকার লোভ মানুষকে যে কোন জায়গায় নিয়ে যায় তা হয়তো সে নিজেই জানেনা। আর এহেন টাকার লোভের কারণেই প্রাণ হারাতে হল এক সদ্যোজাতকে। জানা গিয়েছে, মানিকচকের বাঙালগ্রামের বাসিন্দা মাম্পি মাঝি। গত ২৯ অক্টোবর মালদহ মেডিক্যাল কলেজে সন্তানের জন্ম দেন তিনি। বুধবার টাকার বিনিময়ে শিশুটিকে আশীর্বাদ করতে তাঁর বাড়িতে যায় বৃহন্নলারা। তারা শিশুটির পরিবারের কাছে ১২০০ টাকা দাবি করে। কিন্তু এত টাকা দেওয়া মাঝি পরিবারের পক্ষে সম্ভব ছিল না।

তাতে বৃহন্নলারা যথেষ্ট ক্ষুব্ধ হয় এবং শিশুটিকে প্রায় আড়াই ঘণ্টা নিজেদের কাছে রেখে দেয় তারা। জোরে জোরে ঢোল বাজাতে থাকে। এমনকি শিশুটির মা এবং পরিবারের অন্য সদস্যরা শিশুটিকে খাওয়াতে চাইলে ওই বৃহন্নলা ছাড়েনি। এভাবে আড়াই ঘণ্টা কিছু খাবার না পাওয়ায় শিশুটির মৃত্যু হয়। সাথে সাথে খবর দেওয়া হয় মানিকচক থানায়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। আর সেখান থেকেই গ্রেপ্তার করা হয় বৃহন্নলাকে।

স্থানীয় সূত্রে খবর, শিশুটির পরিবার তাদের ৩০০ টাকা দেবে বলেছিল। কিন্তু তাতে তারা রাজি না হওয়ায় লেগে যায় বচসা। এরপর শিশুটিকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নেয় তারা। এহেন পরিস্থিতিতে শিশুটি কাঁদতে থাকে। তাই বারবার খাওয়ানোর জন্য শিশুটিকে চেয়েছিল পরিবারের সদস্যরা। কিন্তু বৃহন্নলাদের দাবি ছিল, অন্ততপক্ষে ৫০০ টাকা না দিলে বাচ্চাটিকে তারা ছাড়বে না। দীর্ঘ টানাপোড়েনের পর যখন শিশুটিকে মায়ের কাছে দেওয়া হয়, ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে। শিশুটির এমন নির্মম পরিণতি – তা কি শুধুই বৃহন্নলাদের অত্যাচারের জেরে! নাকি অন্য কোনো কারণ রয়েছে – এসব কিছুই খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন মানিকচক থানার পুলিশ। এদিকে সদ্যোজাতের মৃত্যুতে তার পরিবার কান্নায় ভেঙে পড়েছে। অভিযুক্তদের যাতে কঠোর শাস্তি হয়, তার দাবি জানিয়েছেন তাঁরা।