সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

EVM কারচুপি করে উত্তরপ্রদেশে জি’তে’ছে বিজেপি, মোদিকে ক্ষ’ম’তা’চ্যু’ত করার হু’ঙ্কা’র মমতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন। বাংলায় গোহারা হেরেও লজ্জা নেই এহেন ভাষাতেই এদিন আক্রমণ হানেন তিনি।

তাঁর অভিযোগ ইভিএম এ কারচুপির ফলেই বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। উত্তরপ্রদেশে ভোট প্রসঙ্গেও বিস্ফোরক হতে দেখা যায় মমতাকে। মুখ্যমন্ত্রী জানান, অখিলেশকে জোর করে হারানো হয়েছে। ইভিএম কারচুপি হয়েছে।

ফরেন্সিক টেস্ট করা দরকার পুরো ব্যাপারটার। অখিলেশ একাই লড়েছে। বিরোধী ভোট ভাগ হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশে অখিলেশের ৩৭% ভোট বেড়েছে।

আরো পড়ুন: আরো একটি মা’র’ণ ভা’ই’রাসে’র সামনে দাঁড়িয়ে বিশ্ব! জা’রি হ’লো Alert

একই সঙ্গে বেড়েছে ৭৮টি আসন। ৫৪টি আসন হারিয়েছে বিজেপি। উত্তরপ্রদেশে যেভাবে জিতেছে বিজেপি তাতে তাদের ভালো হবে না। তিনি নরেন্দ্র মোদীকে তোপ দেগে বলেন, কয়েকটা রাজ্যেই জিতে ২০২৪ এর জন্য লাফাচ্ছে।

বাংলার গোহারা হেরেও লজ্জা নেই। ইভিএমের কারচুপিতেই জিতেছে বিজেপি। ২০২৪ সালের লোকসভা নির্বাচন সম্পর্কেও এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

তিনি বলেন, এ যেন মৃত্যুর আগে ডেথ সার্টিফিকেট লিখে দেওয়া। জন্মের আগে অন্নপ্রাশনের দিন ঘোষণা। এখনও তো দু বছর বাকি। কত কী হতে পারে এই দুবছরে।