সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিজেপি ১০০ আসন ক’ম পা’বে! কোথায় কোথায় হা’র’বে তা হি’সে’ব করে ব’লে দিলেন মমতা

বর্তমানে বাংলায় একের পর এক দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসের নাভিশ্বাস ওঠার মতো অবস্থা। একের পর এক হেভি ওয়েট নেতারা গ্রেফতার হয়েছে সিবিআই – এর হাতে। আর সেই নিয়েই চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার বার বলতে শোনা যায় তাঁকে বিরোধীরা প্ল্যান করে তাদের দলকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে। আর এই কিছুর মাঝেই গতকাল দলীয় কর্মীসভায় মুখ্যমন্ত্রীর গলায় আবার চরলো বিরোধী সুর। রীতিমত কতগুলো আসন থেকে সামনের বিধানসভা নির্বাচনে আউট হয়ে যাবে বিজেপি সে অঙ্ক ও কষে দিলেন।

গত একুশে জুলাই ‘শহীদ দিবস’-এর মঞ্চতে দাড়িয়ে তাঁকে বিজেপি হারার কথা বলতে শোনা গেছে। তাই গতকাল দলীয় কর্মীসভায় মুখ্যমন্ত্রী কি বলবেন সকলেই আগ্রহী ছিলেন আর হলো তাই। গতকাল তিনি বক্তৃতা রাখতে উঠে বলেন, আগামী লোকসভায় “বিজেপির ১০০ টা সিট ঘ্যাচাংফু হয়ে যাবে।” শুধু তাই নয় বিজেপির বিরুদ্ধে দুর্নীতি এবং অপশাসনের অভিযোগ তুলে ২০২৪ লোকসভা নির্বাচনে তারা যে কখনোই ক্ষমতায় আসতে পারবে না, সে বিষয়ে দাবি করেন মুখ্যমন্ত্রী। এমনকি কতগুলো আসন তাঁদের হাত ছাড়া হতে চলেছে সেটাও জানিয়ে দেন।

তাঁর একের পর এক কথায় বোঝা যায় বিজেপির বিরুদ্ধে তাঁর ক্ষোভ। বিজেপিকে আক্রমন করে তিনি আরো জানান যে, “সামনে পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে হবে আর তারপর ২০২৪ লোকসভা নির্বাচনে এমন খেলা খেলবো, ওরা বুঝতে পারবে খেলার নাম বাবাজি। বাংলা থেকেই শুরু হবে খেলা।”

আরো পড়ুন: এবার পাক পেসারের প্রে’মে হা’বু’ডা’বু খা’চ্ছে’ন ঊর্বশী! শে’য়া’র করলেন ভিডিও

“আমরা সবাই একসঙ্গে। নীতীশ, অখিলেশ, হেমন্ত যেমন রয়েছেন, তেমনি এদিকে রয়েছি আমি। সব এক হয়ে যাবে দেখবেন।”
প্রসঙ্গত উল্লেখ্য, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিজেপি থেকে বেরিয়ে আরজেডি ও কংগ্রেসের সাথে যুক্ত হয়েছেন। তাই মোদীর জন্য বিহারে ভোট পাওয়া বেশ চাপ হয়ে গিয়েছে। এছাড়াও, কয়েকদিন পূর্বেই ঝাড়খণ্ডের আস্থা ভোটেও জয় লাভ করেন সেখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

তাই সকলে মিলে জোট গঠন করে বিজেপিকে ধ্বংস করার আভাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজিব গান্ধী প্রসঙ্গ টেনেও বলেন, “রাজীব গান্ধীর সময় কংগ্রেসের কাছে ৪০০ টি আসন ছিল। তা সত্ত্বেও ওরা পরবর্তী সময়ে তা ধরে রাখতে পারেনি আর বর্তমানে বিজেপির কাছে ৩০০ টির কাছাকাছি আসন রয়েছে। এরমধ্যে পাঁচটা রাজ্য থেকে ১০০ টা সিট ঘ্যাচাংফু হবে।”

তাহলে কিভাবে হবে বিজেপির সরকার এমন প্রশ্ন ছুঁড়ে দিতেও দেখা যায় গতকাল।বিজেপির হার অনিবার্য বলে দাবি করেন তিনি। তবে এত কিছু শোনার পরেও বিজেপি নেতাদের কোনো হেলদোল নেই। তাদের মতে, ২০১৯ লোকসভা নির্বাচনের আগেও একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কথা বলে ভবিষ্যৎ বাণী করেন কিন্তু আদপে তা সত্যি হয়নি। তাই আগামী লোকসভা নির্বাচনে তাদের কোটেই বল আসবে বলে আশাবাদী বিজেপি নেতাবর্গ।