সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাইকোর্টের রা’য়ে ধর্ণা ম’ঞ্চে সেলিব্রেশন আন্দোলনকারীদের, নিয়োগের আ’শা’য় চাকরিপ্রার্থীরা

হাইকোর্টের রায়কে আনন্দের সঙ্গে স্বাগত জানালেন ধর্মতলার আন্দোলনরত চাকুরী প্রার্থীরা। তারা জানিয়েছেন তারা খুব খুশি এবং তারা চাইছেন যারা যোগ্য তারা যেন দ্রুত চাকরি পাক। আজকের রায়ে অনেকটাই স্বস্তি পেলেন তারা।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার বিকেলে রাজ্য নিয়োগ দুর্নীতি নিয়ে নজির বিহীন রায় দেন। আন্দোলনকারীদের বক্তব্য যারা অপ্রশিক্ষিত তারা জোর করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, এইরকম রায় এ যে তারা বাদ হয়েছে সেটাতে তারা খুশি। তাই তারা চান যারা প্রশিক্ষিত তারা যেন চাকরি পায়।

এক আন্দোলনকারী জানান,” চাকরি না পেয়ে বেকার হয়ে কত বেকার যুবকরা রাস্তায় দীর্ঘদিন ধরে মার খাচ্ছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যেন এরপর থেকে স্বচ্ছ ভাবে প্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগ করা হয়।”

আরো খবর: মাছ ব্যবসায়ীর Account-এ ঢুকলো কন্যাশ্রীর টা’কা! ফে’র’ত দিতে চান না তিনি

আগামী তিন মাসের মধ্যে প্রশিক্ষিতদের নিয়োগ করা হবে সেটা শুনেও খুশি আন্দোলনকারীরা। ২০১৪ সালে প্রাথমিক টেট পরীক্ষা নেয়া হয়, যার ২০১৬ সালের নিয়োগ হয়। ৩৬ হাজার অ প্রশিক্ষিত প্রার্থীরা বাতিল করার নির্দেশ দেয় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি আরো নির্দেশ দিয়েছেন, প্রয়োজনে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের কাছে থেকে যেন অর্থ নেওয়া হয়।

এর পাশাপাশি তিনি জানান, যাদের চাকরি বাতিল হয়েছে তাদের আগামী চার মাসের জন্য বেতন দেওয়া হবে ।পরবর্তীকালে যদি প্রশিক্ষণ নেওয়া থাকে তবে সেই প্রার্থীরা আবার চাকরির পরীক্ষায় বসতে পারবে।