Home দেশ তৃতীয় ফ্রন্টে নেই BJD, মোদি সাক্ষাৎ হতেই নীতীশ-মমতাকে ধা’ক্কা ওড়িশার মুখ্যমন্ত্রীর

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তৃতীয় ফ্রন্টে নেই BJD, মোদি সাক্ষাৎ হতেই নীতীশ-মমতাকে ধা’ক্কা ওড়িশার মুখ্যমন্ত্রীর

পাখির চোখ লোকসভা নির্বাচন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন জাতীয় থেকে আঞ্চলিক দলগুলি। বেশ কয়েকদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করেছেন। তারপর থেকেই জোটের সম্ভাবনা অনেকটাই উস্কে গিয়েছে।

এবার নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। বৃহস্পতিবার এক বৈঠকে তিনি জানিয়েছেন, তার বিজু জনতা দল একা একা লড়বে। লোকসভা নির্বাচনে তারা এককভাবে লড়াই করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিজু জনতা দলের প্রধান।

প্রসঙ্গত বৃহস্পতিবার একটি বৈঠকে তিনি এমনটাই জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন। লোকসভা নির্বাচনের বিষয়ে তিনি জানিয়েছেন তৃতীয় ফ্রন্ট গঠন হওয়ার কোন সম্ভাবনা নেই।

আমি আর কোন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের সঙ্গে বৈঠক করছি না তাছাড়া এতদিন যে বৈঠক হয়েছে তা কোনটাই রাজনৈতিক বৈঠক নয় বলে স্পষ্ট জানিয়েছেন তিনি । নিতিশ কুমারের সঙ্গে দেখা করেছেন তিনি, সবটাই নাকি সৌজন্যমূলক সাক্ষাৎকার।

আরো খবর: ২ মাস জেলেই থাকতে হ’বে সুকন্যাকে, গরু পা’চা’র মা’ম’লায় রায় আদালতের

আসন্ন নির্বাচনে তার দল একা লড়াই করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কংগ্রেস বিজেপি সব দলের থেকেই সমান দূরত্ব বজায় রাখছে নবীনের দল। তিনি বলেন আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি আমার রাজ্যের ভালো এবং মন্দের জন্য।

আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হওয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে। ভুবনেশ্বর বিমানবন্দরের এখন সম্প্রসারণ প্রয়োজন বলেও তিনি জানিয়েছেন।

শুধু তাই নয় শ্রী জগন্নাথ বিমানবন্দর অসম্পূর্ণ জাতীয় সড়ক এবং গ্রাম পঞ্চায়েতে ব্যাংকের শাখা খোলার উপরেও তিনি জোর আরোপ করেছেন বলে জানিয়েছেন।