সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২ মাস জেলেই থাকতে হ’বে সুকন্যাকে, গরু পা’চা’র মা’ম’লায় রায় আদালতের

বাবার মত মেয়ে জেল খাটছেন। ২৬ শে এপ্রিল দিল্লিতে হাজির হয়েছিলেন সুকন্যা মণ্ডল তার তিনদিন পর তাকে হেফাজতে নেয় ইডি। তদন্তকারীদের দাবি জেরা একবারের জন্যও সহযোগিতা করেননি সুকন্যা তাই তাকে গ্রেপ্তার করতে হয়েছে। গরু পাচার কাণ্ডে কেষ্ট কন্যা সুকন্যার জামিনের আবেদন হয়ে গেল খারিজ।

আগামী ১২ই জুলাই পর্যন্ত তাকে জেলে কাটাতে হবে। সুকন্যার আরো একটি জামিনের আবেদনের শুনানি হতে পারে যদিও তবে তাতে তার জামিনের আশঙ্কা নেই বললেই চলে। মেয়ের জামিন মনজুর করার জন্য প্রার্থনা করেছিলেন অনুব্রত মণ্ডল তিনি হাতজোড় করে বলেছিলেন ঈশ্বর ওর যেন জামিনটা হয়ে যায়।

আগে আধিকারিকদের হাত ধরে বলেছিলেন আপনাদের কি মায়া হল না? অনুব্রতর বাংলা কথা বুঝতে পারেননি ইডি আধিকারিকরা। পরে অবশ্য দোভাষীর মাধ্যমে সেই কথা বুঝতে পেরে তারা বলেন আমাদের কিছু করার নেই। বীরভূমের নেতার আবদার শুনলেন না আইনের ঈশ্বর।

আরো খবর: আগামী ৭ দিন পর শনি জয়ন্তী, ৫ রাশির মালামাল হওয়ার স’ম্ভা’ব’না প্র’ব’ল

দুই মাসের জন্য মেয়েকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তদন্তকারীরা জানচ্ছেন কোনরকম সহযোগিতা করছেন না সুকন্যা। কোন প্রশ্ন করলেই তার একটাই জবাব বাবা সব জানে।

গরু পাচার কাণ্ডে বাবার মতন সমান ভাবে যুক্ত রয়েছেন মেয়ে। হিসাব রক্ষকের পরামর্শের টাকা কোথায় কিভাবে পাচার করা হতো তার সবটাই নাকি জানতেন সুকন্যা।

শুক্রবার তাকে দু মাসের জন্য জেলে পাঠায় আদালত। যা থেকে বোঝা যাচ্ছে গরু পাচার মামলা থেকে আর রেহাই পাবেন না বাপ মেয়ে।