সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আয়কর কাঠামোতে বড় বদল ঘ’ট’তে পারে বাজেটে! হাতে থা’ক’তে পারে অতিরিক্ত টা’কা

আগামীকাল ১ লা ফেব্রুয়ারী অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করতে চলেছে। দ্বিতীয় মোদী সরকারে মোদী সরকারের হিসেবে এটাই শেষ বাজেট পেশ। মধ্যবিত্তের কথা মাথায় রেখে সরকার বাজেট পেশ করতে পারে বলে খবর।

আয়করের ক্ষেত্রে মধ্যবিত্তরা ছাড় পাবে, অর্থাৎ মধ্যবিত্তের জন্য আয়কর খরচের বোঝা লাঘব হতে পারে বলেই মনে করা হচ্ছে। বর্তমানে ১০ লক্ষ থেকে ১.২ লক্ষের উপর কর ২০ শতাংশ।

১২.৫ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা আয়ে ২৫ শতাংশ কর , ১০ লক্ষ থেকে ১.২ লক্ষের উপর কর ২০ শতাংশ। ১২.৫ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা আয়ে ২৫ শতাংশ কর ।

আরো খবর: প্রাক্তণ প্রেমিকা মিমি চক্রবর্তীর উ’দ্দে’শ্যে প্রশ্ন রাজের, কেমন লাগছে সা’ফ’ল্য?

তবে এবার নতুন কোনো চমক আসতে পারে। এবারের বাজেটে অনুমান করা হচ্ছে ৫ -১০ লক্ষ টাকা আয়ের পরে ওপরে ১০% ছাড়ের ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে ৭.৫% থেকে ১৫% কর যা অনেকটাই কমে যাবে।

এখানেই শেষ নয় ১০-১৫ লক্ষ টাকার ওপরেও কমতে পারে করের হার। এবারের বাজেটের দিকে সবাই চেয়ে রয়েছে, অনেকটাই আশাবাদী মানুষ। তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এমনটা করা হবে বলেই জানা যাচ্ছে।