সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্যাংক ছুটির নি’য়’মে বড় বদল! নতুন নি’য়’ম না জানলে হয়রানির শি’কা’র হবেন আপনিও

আমরা সকলেই জানি সরকারি হোক কিংবা বেসরকারি যেকোনো ব্যাংকই সপ্তাহে ৬ দিন খোলা থাকে আবার রবিবার শুধু বন্ধ থাকে। এছাড়া মাসের প্রথম ও তৃতীয় সপ্তাহ শনি ও রবি দুদিন বন্ধ থাকে ব্যাঙ্ক। করোনা কালীন অবস্থাতেও তারা এভাবে কাজ করে গেছেন।

কিন্তু এখন ব্যাঙ্ক কর্মীদের দাবি পুরো মাসেই তাদের প্রতি সপ্তাহে দুদিন করে ছুটি দিতে হবে। আর এর জন্য দরকার হলে ওয়ার্কিং ডে গুলোয় এক্সট্রা করে খেটে দেবেন তারা। ব্যাঙ্ক কর্মী ইউনিয়নগুলির সংযুক্ত মোর্চা United Forum of Bank Unions (UFBU) এই ব্যাপারে দাবি তুলতে থাকে।

United Forum of Bank Unions এই দাবি নিয়ে বেশ কয়েকবার বৈঠক করেছে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোশিয়েশন বা আইবিএ-র সঙ্গে। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সপ্তাহে দুই দিন সম্পূর্ণভাবে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই বিষয়ে দাবি পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে।

আরো খবর: অহংকারই প’ত’নে’র মূল কারণ, গান ছেড়ে ফের বাদাম বি’ক্রি করতে হবে ভুবন বাদ্যকরকে!

আইবিএ তরফ থেকে এও প্রস্তাব দিয়েছে যে প্রতিদিন ৪০ মিনিট করে কর্ম সময় বৃদ্ধি করার। আইবিএ – এর প্রস্তাব অনুযায়ী প্রতিদিন ব্যাঙ্ক খোলার সময় হবে সকাল ৯টা বেজে ৫০ মিনিট। বিকেল ৫ঃ৩০ মিনিট পর্যন্ত চলবে ব্যাঙ্কের কাজ।

যদিও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। শেষ অব্দি তাদের এই দাবি গ্রান্ট হয় কিনা সেটাই দেখার। কিন্তু এই বদল হলে সবার অবশ্যই জানা দরকার নয়তো ব্যাংক এসে ফিরে যেতে হবে গ্রাহকদের। তাই এই সিদ্ধান্তটা যথেষ্ট গুরুত্বপূর্ন বলে মনে করা হচ্ছে।