সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাঁকুড়ার জয়পুরের প্রাথমিক শিক্ষক জা’তী’য় পুরস্কার পাচ্ছেন

প্রতি বছর ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষ্যে কেন্দ্রের তরফে দেশের সেরা শিক্ষকদের পুরস্কৃত করা হয়। এবার দেশের মোট ৪৬ জন শিক্ষক সেই পুরস্কার পেতে চলেছেন। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই), কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ-সহ দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকদের সেই পুরস্কার দেওয়া হবে। পশ্চিমবঙ্গ থেকে বাঁকুড়া জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বুদ্ধদেব দত্ত সেই জাতীয় পুরস্কার পেতে চলেছেন। পশ্চিমবঙ্গ থেকে একমাত্র তিনিই এই পুরস্কার পেতে চলেছেন।

আগামী ৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বিজ্ঞান ভবনে তাঁর হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে পুরস্কারপ্রাপকদের তালিকা প্রকাশের পরই শুভেচ্ছাবার্তায় ভেসে যাচ্ছেন বুদ্ধদেববাবু। তাঁর মতোই তাঁর বিনয়ী ভাবনা চিন্তারও প্রশংসা করতে হয়। বুদ্ধদেববাবু ‘আমি’ নয়, ‘আমরা’ তত্ত্বের উপর জোর দিয়েছেন। জাতীয় পুরস্কার পাওয়ার জন্য বাঁকুড়ার জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের সকল পড়ুয়া, শিক্ষক, আধিকারিক এবং অভিভাবকদের কৃতজ্ঞতা

জানিয়েছেন। বুদ্ধদেববাবু বলেন, ‘এই পুরস্কার আমাদের সকলের।’তিনি তাঁর এই সাফল্য সকল স্কুল শিক্ষক ও ছাত্র ছাত্রীদের মধ্যে ভাগ করে নিতে চেয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, তিনি এখন যেই স্কুলে শিক্ষকতা করছেন, তিনি নিজেও সেই স্কুলেরই ছাত্র ছিলেন। তাই তাঁর স্কুলের প্রতি বরাবরই একটা দায়বদ্ধতা কাজ করতো।

আরো পড়ুন: প্র’য়া’ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়, শো’কে কা’ত’র টেলিপাড়া

আর তাঁর এই সাফল্যের পর তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘ জাতীয় পুরস্কার পাওয়া অত্যন্ত গর্বের। তবে তাঁর ছাত্রছাত্রীরা যদি জীবনে প্রকৃত শিক্ষা অর্জন করেন, সেটাই হবে সেরা পুরস্কার। বুদ্ধদেববাবু বলেন, ‘জয়পুর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছিলাম আমি। জাতীয় পুরস্কার পাওয়ার পর স্কুলের প্রতি দায়বদ্ধতা আরও বেড়ে গেল।

সেইসঙ্গে জেলার প্রতিও আমার দায়বদ্ধতা অনেকটা বেড়ে গেল।’ তাঁর উত্তর শুনেও গোটা রাজ্যবাসী তাকে সাধুবাদ জানায়। অনেকেই বলেন প্রতিটা স্কুলে এরকমই শিক্ষকের প্রয়োজন তবেই এই রাজ্য আরো শৃঙ্খলাশীল ও উন্নত হবে।