সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কুমারগঞ্জে আ’ক্রা’ন্ত বন্দেভারত এক্সপ্রেস, ভাঙলো কাঁচ, ল’জ্জা’য় মুখ ঢা’ক’লো বাংলা

গত ৩০ ডিসেম্বর থেকেই সাধারণ যাত্রীর জন্য খুলে দেওয়া হয় বন্দে ভারত এক্সপ্রেসের দরজা। যাত্রী স্বচ্ছন্দ্যই এই সেমি হাইস্পিড ট্রেনের শেষ কথা।এবার সাধারণ যাত্রী নিয়ে বন্দে ভারত এক্সপ্রেস রওনার দ্বিতীয় দিনেই বিপত্তি।

এই ট্রেনের দরজা পাথর ছুড়ে ভাঙা হল। সোমবার মালদহের সামসির কুমারগঞ্জের কাছে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। একটি দরজারই কাচ ভেঙেছে। তবে সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন বলেই জানা গিয়েছে। সিপিআরও সব্যসাচী দে বলেন, কুমারগঞ্জে ঘটনাটি ঘটেছে।

পাথর ছোড়া হয়েছে। একটা কোচের কাচ ভেঙেছে। যাত্রীরা সুরক্ষিত। তবে ইকোনমি ক্লাস নাকি এক্সিকিউটিভ ক্লাসের কোচে এই ঘটনা তা এখনই নিশ্চিত করে বলতে পারেননি তিনি। রেলের তরফে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানান সিপিআরও।

আরো খবর: নতুন বছরের শুরুতেই খা’রা’প খবর, প্র’য়া’ত হলেন গায়িকা সুমিত্রা সেন

বোলপুর স্টেশনে বেশ কিছুক্ষণ বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে। সেন্সর অটোমেটেড দরজা বন্ধ হতে সমস্যা হয়। প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর উদ্বোধন হয় বন্দে ভারত এক্সপ্রেসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যদিকে হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।