সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফে’র শি’রো’না’মে দময়ন্তী সেন, কেন বেশি চ’র্চা হ’চ্ছে রাজ্য জুড়ে?

সেই 2012 সাল থেকে 2022, বিগত এক দশকে এই রাজ্যে একাধিক ‘ধ’র্ষ’ণে’র ঘটনা ঘটে গিয়েছে। পাক স্টিট কান্ড থেকে শুরু করে হাঁসখালি, দেগঙ্গা, মাটিয়া, বাসদ্রোণী, কামদুনির মত ঘটনায় শিউরে উঠেছে রাজ্যবাসী।

তবে মুখ্যমন্ত্রী মুখে সেই একই বুলি, সাজানো ঘটনা! সম্প্রতি হাঁসখালির ঘটনাটি প্রসঙ্গ বিতর্কিত মন্তব্য করে এখন রাজ্যবাসী একাংশের কোপের মুখে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রীকে।

তবে হাঁসখালির এই ঘটনা সাজানো নাকি বাস্তবেই ‘ধ’র্ষ’ণে’র ঘটনা ঘটেছে তার তদন্তের জন্য আইপিএস দময়ন্তী সেনের উপরে গেল তদন্তের ভার। কলকাতা হাইকোর্টের নির্দেশে হাঁসখালি সহজ চারটি ধর্ষণ মামলার তদন্ত করবেন দময়ন্তী।

অথচ আজ থেকে এক বছর আগে পার্কস্ট্রিট ধর্ষণ মামলার সঠিক তদন্ত করার জন্য তাকে শাস্তি পেতে হয়েছিল! বদলি করে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পদে স্থানান্তর করা হয়েছিল তাকে।

আরো পড়ুন: ক’ম’বে বাংলার তাপমাত্রা, দাবদাহের মধ্যে ভা’লো খবর দি’লো হাওয়া অফিস

পুলিশ এবং প্রশাসনের চোখ রাঙানি উপেক্ষা করে পার্কস্ট্রিট গণধর্ষণ মামলার তদন্ত একপ্রকার নিজের জেদেই এগিয়ে নিয়ে গিয়েছিলেন দময়ন্তী।

তবে শেষ পর্যন্ত তদন্তের সাফল্যের সময় চাপের মুখে পড়ে তাকে স্বীকার করতে হয়েছিল তার সাফল্যের কৃতিত্ব তার গোটা টিমের ছিল।

যে পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রীর তালে তাল মিলিয়ে তদন্তের মোড় ঘোরানোর চেষ্টা করেছিল, চাপের মুখে পড়ে দময়ন্তীকে স্বীকার করতে হয় পুলিশ কমিশনার নির্দেশেই সম্পূর্ণ কাজ হয়েছে।

আরো পড়ুন: উর্ফি জাভেদ মানেই শু’ধু নামমাত্র পোশাক, এবার সেফটিপিন দিয়ে ল’জ্জা ঢা’ক’লে’ন অভিনেত্রী

এবার সেই দময়ন্তী রাজ্যে ফিরছেন স্বমহিমায়। অপরাধীদের খোঁজার জন্য একসময় আইন প্রশাসনের নির্দেশে তাকে নির্বাসিত হতে হয়েছিল।

এবার তিনি ফিরছেন চারটি ‘ধ’র্ষ’ণে’র মামলার তদন্তের ভার নিয়ে। তাই তাকে নিয়ে যে রাজ্য রাজনীতি উত্তাল হবে সেটাই স্বাভাবিক।