সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বন্দে ভারতের গতিবেগ আ’রো বা’ড়’বে! ২২০ কিমি বেগের ট্র্যা’ক বানাচ্ছে রেল

ভারতীয় রেলকে বলা হয় ১৩০ কোটি মানুষের লাইফলাইন, যা দশকের পর দশক ধরে সেবা দিয়ে আসছে দেশের নাগরিকদের। এই ভারতীয় রেল সম্পর্কে নতুন এক খবর সামনে এসেছে যা জানলে সত্যিই ভারতীয় রেল সম্পর্কে আপনার বুকের ছাতি চওড়া হবেই।

নিজেদের অভিনব উদ্যোগে মাঝে মধ্যেই বড়সড় চমক আনে ভারতীয় রেল। ভারতের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন ট্রেনটি ‘বন্দে ভারত এক্সপ্রেস’ যায় গতিবেগ ঘণ্টায় প্রায় ১৮০কিমি পর্যন্ত। ট্রায়াল রানে জাপানের বুলেট ট্রেনের রেকর্ড ভেঙে দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস।

স্থির অবস্থা থেকে মাত্র ৫২ সেকেন্ডে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতি অর্জন করেছিল ট্রেনটি। এবার ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে সম্পন্ন ট্রেনের জন্য ভারতীয় রেলওয়ে কটি উচ্চ-গতির পরীক্ষামূলক ট্র্যাক তৈরি করছে।

আরো খবর: এবার থেকে ১৩ টি আঞ্চলিক ভাষায় প’রী’ক্ষা হবে কেন্দ্রীয় পুলিশের, রয়েছে বাংলাও

রাজস্থানের জোঘপুর ডিভিশনের গুধা-থাথানা মিথাদির মধ্যে এই ৫৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই টেস্টিং ট্র্যাক তৈরি করা হবে। দ্রুতগতির রেলপথের মূল দৈর্ঘ্য হবে ২৩ কিলোমিটার। এছাড়া,গুধাতে থাকবে একটি ১৩ কিমি হাই স্পিড লুপ , নাভাতে ৩ কিমি দ্রুত টেস্টিং লুপ এবং মিথ্রিতে ২০ কিমি কার্ভ টেস্টিং লুপ।

ট্রেনের যাবতীয় পরীক্ষা এই লাইনেই করা হবে। সূত্রে খবর,এই প্রকল্পের প্রথম ধাপের কাজ শেষ হবে ২০২৩ সালের ডিসেম্বর মাসে। দ্বিতীয় ধাপটি ডিসেম্বর ২০২৪ সালের মধ্যে শেষ হবে।