সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভি’ড় এড়িয়ে চলুন, বাসে-ট্রেনে মাস্ক অবশ্যই পরুন! নি’র্দে’শি’কা রাজ্যের

করোণা সংক্রমণ দিন দিন মাত্রা ছাড়া হয়ে উঠছে। বাংলাতেও যে ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে শুরু করেছে এই মারন ভাইরাস তা বলাই বাহুল্য। নতুন রূপের কারণেই এভাবে দিন দিন করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা যার ফলে চিন্তার ভাজ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আধিকারিকদের কপালে।

সব থেকে বড় ব্যাপার দেশের পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে সাড়ে চার শতাংশ। গত সপ্তাহের পজিটিভিটি রেট প্রায় ৪ শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছে। দেশে সক্রিয় রোগের সংখ্যা প্রতিদিন বাড়ছে! দেশে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ হাজার।

হাতের বাইরে চলে যাবে না তো পরিস্থিতি বারবার আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসক থেকে গবেষকরা। এই আবহে, করণার সংক্রমণ কমাতে সতর্কতামূলক নির্দেশিকা জারি করল স্বাস্থ্য়দপ্তর। এতে বলা রয়েছে –

১.সবসময ভিড় এড়িয়ে চলার চেষ্টা করুন।ট্রেনে-বাসে, ভিড় এলাকায় সর্বদা মাস্ক ব্যবহার করুন।

২. কো মর্বিডিটি থাকা ব্যাক্তিরা ভিড় এলাকায় যাবেন না।

৩. স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোবেন।

৪. হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢেকে রাখুন।

আরো খবর: আজ বুধবার, দিনটি আপনার পক্ষে শুভ হ’বে কি না জানুন, রইলো রাশিফল (19.04.2023)

৫. সর্দি-কাশিতে ভুগছেন এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন।

৬. করোনার বুস্টার ডোজ না নিয়ে থাকলে দ্রুত ভ্যাকসিন নিয়ে নিন।

৭. জ্বর, গলাব্যথা, সর্দি-কাশি কিছুদিন স্থায়ী হলে ডাক্তারের পরামর্শ নিন, করোনা পরীক্ষা করান।

৮. করোনা আক্রান্ত হলে অন্তত ১ সপ্তাহ আইসোলেশনে থাকুন।

৯. শ্বাসকষ্ট হলে বা রক্তে অক্সিজেন স্যাচুরেশন কমলে দ্রুত হাসপাতালে যোগযোগ করুন।

১০. চিকিৎসকদের সাথে পরামর্শ করেই কফ সিরাপ বা অ্যাটি বায়োটিক খাবেন।

১১. রাজ্যের করোনা সংক্রান্ত হেল্প লাইন নম্বর ১৪৪১৬ ।