সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শীতের শুরুতেই নতুন করে নিম্নচাপ বঙ্গোপসাগরে, ঝ’ড়ে’র গতিবেগ হ’তে পা’রে ৫০ কিমি!

এক নিন্মচাপ যেতে না যেতেই আরেক নিন্মচাপের সংকেত আবহাওয়া দপ্তরের তরফ থেকে। জানা যাচ্ছে ফের বঙ্গোপসাগরে তৈরী হচ্ছে নিন্মচাপ। আন্দামান সাগর সংলগ্ন ট্রপোস্ফিয়ার ল্ভেলে নিন্মচাপের গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে।

আর সেই গতিবিধি যে নিন্মচাপের সংকেত দিচ্ছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। অনুমান করা হচ্ছে এই নিন্মচাপ পশ্চিম ও উত্তর পশ্চিমে দিক থেকে এগিয়ে ঘনীভূত হয়ে নিন্মচাপের আকার নেবে।

এর কারণেই উপকূলের রাজ্য গুলোতে বিশেষ করে দক্ষিণের উপকূলের রাজ্য গুলোতে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হবে। ইতিমধ্যেই মতসজীবীদের সমুদ্রে যেতে বারণ করে দেওয়া হয়েছে।

আরো পড়ুন: ঐন্দ্রিলার শা’রী’রি’ক অ’ব’স্থা নিয়ে খোঁ’চা ঋত্বিকের, জবাব দি’তে ছা’ড়’লে’ন না নেটিজেনরা

হাওয়ার গতিবেগ ৪০-৫০ কিমি বেগে এই ঝড় বইবে উপকূল অঞ্চলে। প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে ইতিমধ্যেই, মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।