সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’য়ে’র আগের রাতে পাত্র নি’খোঁ’জ, সামান্য ক্ষতিপূরণ দিয়ে মেয়ের বাড়ির মু’খ বন্ধের চে’ষ্টা

বাড়িতে বিয়ের আয়োজন চলছে। অথচ বিয়ে ঠিক একদিন আগেই উধাও হয়ে গেল পাত্র। পাত্রীর পরিবারের তরফ থেকে প্যান্ডেল বাঁধা, কাট্যারিংসহ যাবতীয় আয়োজন করা হয়েছিল।

এমনকি বিয়ে উপলক্ষে কন্যাপক্ষের আত্মীয়-স্বজনরাও সকলে এসে গিয়েছিলেন। আচমকাই পাত্র উধাও হয়ে যাওয়ার খবরে তাদের মাথায় যেন বাজ পড়ে।

ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনিতে। শিলিগুড়ির 35 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রসেনজিৎ গোস্বামীর সঙ্গে বাঘাযতীন কলোনির বাসিন্দা সুদেব চট্টোপাধ্যায়ের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল।

আরো পড়ুন: স্কুলে অ’স্থা’য়ী ও স্থা’য়ী টিচারদের মধ্যে কে’ন বেতন বৈ’ষ’ম্য? বিচলিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

সোমবার আচমকা ছেলের বাড়ির তরফ থেকে মেয়ের বাড়ির লোকজনকে ডেকে পাঠানো হয়। তাদের জানানো হয় প্রসেনজিৎ অফিসের কাজে ইসলামপুরে গিয়েছিলেন। তারপর তিনি আর ফিরে আসেননি।

পাত্রীর বাবা দাবি করছেন তাদের নানাভাবে আশ্বস্ত করে বোঝানো হয়েছে। কিন্তু তারা মনে করছেন পাত্রকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। এই বিয়ে যে আর হবে না তাও স্পষ্ট হয়ে গিয়েছে তাদের কাছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পরিবারের দাবি পাত্রী লগ্নভ্রষ্টা হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিতি হয়। এদিকে পাত্রের ফোন সুইচড অফ থাকার জন্য পাত্রীর পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

পরিস্থিতি বেগতিক বুঝিয়ে পাত্রের পরিবারের তরফ থেকে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়। তবে বিয়ের আয়োজন করতে গিয়ে পাত্রের পরিবারের 6 লক্ষ টাকা খরচ হয়েছে। সেখানে এই টাকা দিয়ে কি হবে? প্রশ্ন তুলছেন পাত্রীর পরিবার।