সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বছরের শুরুতেই কা’জ হারালেন প্রা’য় ৪ হাজার শ্রমিক, ব’ন্ধ হলো বাংলার আ’রো একটি জুটমিল

চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল করোনা আবহের কারণে প্রায় ২ বছর বন্ধ থাকার পর; সবেমাত্র গত ১১ ই জুলাই সেই জুটমিল খুলেছিল। কিন্তু খুলতে না খুলতেই মাত্র সাড়ে ৫ মাসের মাথায় আবার বন্ধ হয়ে গেল জুটমিল। নতুন বছর শুরু হতে না হতেই কর্মহীন হয়ে পড়লেন বেশকিছু মানুষ। তালা পড়ে গেল চন্দননগরের বন্ধ হল জুটমিলে।

সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস পড়ল চন্দননগরের গোন্দলপাড়া জুটমিলে। নতুন বছরেই কাজ হারিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ল প্রায় ৪ হাজার শ্রমিকের। এই বাড়তে থাকা করোনা আবহের মধ্যে নতুন বছরের শুরুতেই এভাবে কাজ বন্ধ হওয়ায় বেশ সমস্যায় পড়তে হচ্ছে শ্রমিকদের। কীভাবে চলবে সংসার, পরিবারের মুখে অন্ন তুলে দেবে কিভাবে? এই ভেবেই পাগল হয়ে যাচ্ছেন শ্রমিকরা।

সাসপেনশন অফ ওয়ার্কের নোটিসের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ দাবি করেছে, সরকার নির্ধারিত মূল্যের থেকে অনেক বেশি দামে বর্তমান সময়ে কাঁচা পাট কিনতে হচ্ছে। যার কারণে আর্থিক সঙ্কটের মধ্যেই এখন মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।