সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এক সময় চাল কেনার টা’কা পর্যন্ত ছি’ল না! স’ফ’ল হওয়ার আ’গে গোবিন্দার জীবন কেমন ছি’লো?

বলিউডের জগতে যত দক্ষ অভিনেতা রয়েছে তাদের মধ্যে অন্যতম একেবারে অন্য ধরনের এক অভিনেতা হলেন গোবিন্দা। তার কমেডিতে হাসেনি এমন মানুষ ভুভারতেও হয়তো খুঁজে পাওয়া যাবে না। শুধু কি তাই, তার নাচও ছিল সকলের থেকে অন্য রকম। এই গোবিন্দর জন্মদিন আজ। ৫৯ বছরে পা দিলেন এই অভিনেতা। কিন্তু তাঁর জীবনটা প্রথম থেকে এত সহজ ছিল না। বলা ভালো প্রথম জীবনটা তাঁকে লড়াই করেই থাকতে হয়েছে।

এই বলিউডের অন্যতম নামী অভিনেতা গোবিন্দার জন্ম হয়েছিল বিরারের একটি চউলে। তাঁর বাবা অরুণ আহুজাও ছিলেন বিনোদন দুনিয়ার মানুষ। কিন্তু পর্দার ‘হিরো নম্বর ১’এর জন্মের আগেই তাঁর বাবার প্রযোজিত একটি সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়। এরপর থেকেই আহুজা পরিবারের লড়াই শুরু। তাদের এমন দিনও গেছে যে চাল ডাল কেনার মত সামর্থ ও তাদের ছিল না। ধারে মুদি দোকানে জিনিস নিত বলে ইচ্ছে করে দাঁড় করিয়ে রাখতো তাকে।

কিন্তু তার অনিচ্ছার সত্বেও পারিবারিক দুর্দশার কথা ভেবে সে অপমানিত হতেই যেত। এই সব কিছুই এক নামী সংবাদমাধ্যমকে বলেন তিনি। তবে তার জীবনটা ২২ বছরের সময় থেকে বদলে যায়। তাঁর প্রথম ছবি ১৯৮৬ সালে ‘ইলজাম’ ছবির মাধ্যমে ডেবিউ করার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি গোবিন্দাকে।

আরো খবর: কানতারা ছবি আ’য় করেছে ৪০০ কো’টি! কলাকুশলীরা পেলেন নামমাত্র পারিশ্রমিক

গত কয়েক দশকে দর্শকদের একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন গোবিন্দা। ‘হিরো নম্বর ১’ তার অত্যন্ত জনপ্রিয় একটা ছবি। এছাড়াও ‘লাভ ৮৬’, থেকে শুরু করে ‘আঁখে’, ‘রাজা বাবু’, ‘হিরো নম্বর ১’, ‘পার্টনার’- এই লিস্টটি নেহাত কম নয়। প্রায় চার দশক দীর্ঘ কেরিয়ারে ১৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু তাঁর প্রাপ্য সন্মান সে পায়নি।

তাঁর চেয়ে অনেক কম যোগ্য অভিনেতারা অ্যাওয়ার্ড পেলেও সে পায়নি এটা গোবিন্দা ভক্তদের কাছে চূড়ান্ত আক্ষেপের। আর তাই হয়তো একবার এক সাক্ষাৎকারে অস্কার জেতার স্বপ্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে গোবিন্দা বলেছিলেন, ‘অনেকে বলে আমি ঠিক করে ইংরেজি বলতে পারি না, অস্কার জিতব কীভাবে?

কিন্তু আমি যদি শূন্য থেকে গোবিন্দা হতে পারি, তাহলে গোবিন্দা থেকে তো অবশ্যই কিছু একটা হতেই পারি’। তবে গোবিন্দা আজও গোবিন্দাই রয়ে গেছে সকলের মনে। আজও তাঁর গান সুপার ডুপার হিট। তাঁর ছবি আজও লোকে এনজয় করে আগের মতই।